
বলিউডের নেমে এসেছে অন্ধকার মেঘের ছায়া। একের পর এক তারকাদের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুত, বাসু চট্টোপাধ্যায়, সরোজ খানের মত জনপ্রিয় শিল্পীদের হারিয়ে বলিউড যেন প্রায় ফাঁকা হতে বসেছে। এক একটি প্রজন্ম থেকে চলে যাচ্ছেন তারকারা। তাঁদের প্রয়াণের রেশ কাটতে না কাটতেই ফের এক জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত বি-টাউন।
আরও পড়ুনঃবলিউডের পর করোনার থাবা টেলিদুনিয়ায়, কোভিডে আক্রান্ত পার্থ সমথান
মাত্র ২৬ বছর বয়সে চলে গেলেন রঞ্জন সেহগল। মাল্টিপল অর্গ্যান বিকল হওয়ার দরুণ প্রয়াত হলেন রঞ্জন। রণদীপ হুডা এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত সরবজিত ছবিতে দেখা গিয়েছিল রঞ্জনকে। ১১ জুলাই চন্ডীগড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রঞ্জন সেহগল। রঞ্জনের প্রযোজক বন্ধু ওম দোলিয়া খবরটি নিশ্চিত করেন।
আরও পড়ুনঃঐশ্বর্য-আরাধ্য কোভিড পজিটিভ, বচ্চন পরিবারে জাঁকিয়ে বসল করোনা
তিনি জানান, "আমাদের এখনও বিশ্বাস হচ্ছে না যে রঞ্জন আর নেই। একটি পঞ্জাবি অনুষ্ঠানে ওঁর কাজ করা নিয়ে দিন কতক আগেই কথা হয়েছিল। খুব উৎসাহী ছিল প্রজেক্টটা নিয়ে। রঞ্জনকে প্রায় দশ বছর ধরে চিনতাম।" রঞ্জনের মা, দাদা এবং বোনেদের পাশে দাঁড়িয়েছে বিনোদন জগতের ব্যক্তিত্বরা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।