সঙ্গম-যৌনতা থেকে শতযোজন দূরে কেন থাকতেন ঐশ্বর্য, ফাঁস করলেন রাই সুন্দরী

Published : Mar 10, 2022, 06:32 PM IST
সঙ্গম-যৌনতা থেকে শতযোজন দূরে কেন থাকতেন ঐশ্বর্য, ফাঁস করলেন রাই সুন্দরী

সংক্ষিপ্ত

প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনও ১৯৯৭ সালে  নিজের কেরিয়ার শুরু করেছিলেন তামিল ছবি 'ইরুভার' দিয়ে। বলিউডে পা রাখার পর  হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, তাল, জোশ মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে ( Aishwarya Rai Bachchan)। কিন্তু নিজের কারণেই বেশ কিছু হাতছাড়া করেছিলেন ঐশ্বর্য।অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ।   বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে  বারবার নাম জড়িয়েছে  ঐশ্বর্য রাই বচ্চনের। ফের সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। তবে এমন বির্তকের মুখে পড়েছিলেন যা তার পিছু ছাড়ছিল না।

প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনও ১৯৯৭ সালে  নিজের কেরিয়ার শুরু করেছিলেন তামিল ছবি 'ইরুভার' দিয়ে। বলিউডে পা রাখার পর  হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, তাল, জোশ মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে ( Aishwarya Rai Bachchan)। কিন্তু নিজের কারণেই বেশ কিছু হাতছাড়া করেছিলেন ঐশ্বর্য।অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ।   বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে  বারবার নাম জড়িয়েছে  ঐশ্বর্য রাই বচ্চনের। ফের সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। তবে এমন বির্তকের মুখে পড়েছিলেন যা তার পিছু ছাড়ছিল না।

বলিউডে পা রাখার পর  হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, তাল, জোশ মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে। নিজের কারণেই বেশ কিছু হাতছাড়া করেছিলেন ঐশ্বর্য ( Aishwarya Rai Bachchan) । তেমনই একটি ছবি হল কুছ কুছ হোতা হ্যায়। ১৯৯৮ সালে করণ জোহর পরিচালিত ছবি কুছ কুছ হোতা হ্যায় মুক্তি পেয়েছিল। বক্সঅফিসে সুপারহিট হওয়ার পাশাপাশি করণের এই ছবি হিন্দি সিনেমার ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছিল। এই ছবির সুবাদেই রানি মুখার্জির কেরিয়ারগ্রাফও উর্ধ্বমুখী উঠেছিল। একাধিক পুরস্কারও পেয়েছিলেন ছবির তারকারা। কুছ কুছ হোতা হ্যায়  ছবিটির অফারও করা হয়েছিল জনপ্রিয় বলি নায়িকাদের, সেই তালিকায় ছিলেন ঐশ্বর্যও।  কিন্তু ছবিতে অভিনয় করতে রাজি হননি ঐশ্বর্য। পরে ছবিতে রানি মুখার্জি অভিনয় করেছিলেন।

 

 

সদ্যই ফিল্মি কেরিয়ার শুরু করেছেন ঐশ্বর্য। মাত্র ৩ টি ছবি করার পরই করণের থেকে এই ছবির প্রস্তাব পেয়েছিলেন ঐশ্বর্য। কারন ঐশ্বর্য ভেবেছিলেন এই ছবি করলে তাকে সকলের কাছে বেইজ্জত হতে হবে। এক সাক্ষাৎকারে ঐশ্বর্য ( Aishwarya Rai Bachchan) জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে তখন তিনি নিউকামার হলেও প্রথমসারির নায়িকাদের সঙ্গে তার তুলনা হয়ে গেছে ততদিনে। টিনার চরিত্রে অভিনয় করলে অনেকেই নাকি বলাবলি করত মডেলিং-এ যা করছে এবার অভিনয়ের দুনিয়াতেও তাই শুরু করেছে। মানে মিনি স্কার্টস পরা, শরীর প্রদর্শন এই আর কী, জানিয়েছেন ঐশ্বর্য। ঐশ্বর্য আরও জানিয়েছেন, কুছ কুছ হোতা হ্যায় ছবিতে নায়ক শেষপর্যন্ত নায়িকার কাছে ফিরে গেছে। সব মিলিয়ে এই ছবিটা করলে আমাকে নিয়ে বিস্তর সমালোচনা হতো যা যথেষ্ঠ অপমানজনক। এই বিশেষ কারণের জন্যই শুধু কুছ কুছ হোতা হ্যায় নয়, একাধিক সুপারহিট ছবি নিজের দোষে হাতছাড়া করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে নায়িকার নিজের অপারগতার কথা শুনে মুগ্ধ হয়েছিলেন পরিচালক করণ জোহর। একাধিক সম্পর্কেই শুধু নয়, নানা কারণেই বারংবার শিরোনামে উঠে এসেছেন ঐশ্বর্য। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে