দেড় মাস নয়, ২২ বছরের লকডাউন কাটাচ্ছেন অজয়-কাজল

  • কাজল- অজয় দেবগণের সম্পর্ক বরাবরই সুখকর
  • নিজেদের জগতে তাঁরা ভালোই আছেন
  • তবে লকডাউন নিয়ে কেন এমন বললেন অজয়
  • দেড় মাস নয়, ২২ বছরের বন্দি জীবন 

মার্চ মাস থেকেই বদলে গিয়েছে বিশ্বের চেনা ছবিটা। ঘরে বাইরে ব্যালান্স রেখে এগিয়ে চলা মানুষগুলো যেন এখন দিশে হারা। অধিকাংশ মানুষেরই নেই উপার্যন, কাছের মানুষ রয়েছে অনেকটা দূরে, কারুর আবার দমবন্ধ হয়ে আসছে বাড়িতে বন্দি থেকে। যেখানে পরিবারকে সময় দেওয়ার মক সময়ের অভাব থাকত তারকাদের কাছে, ঠিক সেখানেই ছবিটা গেল উল্টে। এখন বাড়িতেই সময় কাটানো। এক কথায় চুটিয়ে সংসার করা। 

আরও পড়ুনঃ অবিকল মাধুরী দীক্ষিত, ছবি পোস্ট করে খোলসা করলেন অভিনেত্রী

Latest Videos

সেলিব্রিটিদের ক্ষেত্রে তা যেন বেশি প্রযোজ্য। ব্যতিক্রম নন অজয়ট দেবগণ ও কাজলও। দুজনেই অভিনয়ের কাজে ব্যস্ত থাকেন। যদিও বিয়ের পর কাজল নিজেকে অভিনয় জগত থেকে বেশি কিছুটা সরিয়ে নিয়েছিলেন। বেশ কিছুদিন পর পই তাঁকে দেখা যেত পর্দায়। ২২ বছর আগে ভালোবেসে সংসার শুরু করেছিলেন অজয়ের সঙ্গে। সেখান থেকেই শুরু। একে অন্যকে ভালো বেসে এই দীর্ঘপথ চলা তাঁদের কাছে এক মনোরম স্মৃতি। 

 

 

তবে লকডাউন মানে সব দিক থেকেই পারে বেরী পরিয়ে দেওয়া। আর নিজের ইচ্ছেতেই সেই বেরী পড়েছিলেন অজয় দেবগণ ২২ বছর আগে। কাজলকে বিয়ের পরই লকডাউনে রয়েছেন অজয় দেবগণ। কাজলের ভালোবাসা, সংসার, পরিবারই যেন বেঁধে রেখেছে অজয় দেবগণকে। সাত পাকে ঘোরার সময়ই কাজলের সঙ্গে লকডাউনে থাকার প্রতিশ্রুতি নিয়েছিলেন অজয়।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এমনটাই লিখলেন অভিনেতা। সবে মাত্র দেড় মাস কেটেছে লকডাউনের। এরই মধ্যে তাঁর কেন মনে হল কেটেগিয়েছে ২২ বছরের লকডাউন, তা রহস্যই রেখেছেন অজয়। শুধুমাত্র নিজেদের এক রোম্যান্টিক ছবি স্মৃতির পাতা থেকে তুলে শেয়ার করেছেন তিনি ভক্তদের জন্য। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!

Latest Videos

ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করেও India থেকেই টনটন আলু আমদানি বাংলাদেশের | Bangladesh News Today
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
Potato Price Hike : Kolkata-র বাজারে আলুর দাম বাড়িয়ে বিক্রি! অ্যাকশনে টাস্ক ফোর্স
PM Modi-কে হুমকি দিয়ে রাতারাতি বিখ্যাত হওয়ার কৌশল! | Sarjis Alam | India Bangladesh News
সনাতন শ্রী গীতা গুরুকুলের মিছিলে Bangladesh-এ শান্তি ফেরানোর আহ্বান! Phulia-র রাস্তায় মহামিছিল