হাউসফুল সিক্যুয়েলকে ঘিরে নতুন চমক, টাইটেল ট্র্যাক নিজেই গাইতে চলেছেন অক্ষয় কুমার

Published : Jul 24, 2019, 04:17 PM IST
হাউসফুল সিক্যুয়েলকে ঘিরে নতুন চমক, টাইটেল ট্র্যাক নিজেই গাইতে চলেছেন অক্ষয় কুমার

সংক্ষিপ্ত

মিশন মঙ্গল মুক্তির আগেই পরবর্তী ছবির খবর র‌্যাপ গাইতে চলেছেন অক্ষয় কুমার তৈরি হতে চলেছে হাউসফুল ছবির সিক্যুয়েল সম্প্রতিই শুরু হবে ছবির শ্যুটিং

মিশন মঙ্গল ছবির কাজ শেষ। আগামী ১৫ই অগাস্ট সেই ছবি এখন মুক্তির অপেক্ষায়। মিশন মঙ্গল ছবির কাজ শেষ করা মাত্রই আবারও শ্যুটিং-এ ফিরলেন অক্ষয় কুমার। তৈরি হতে চলেছে হাউসফুল ছবির সিক্যুয়েল। এই খবর প্রকাশ্যে এসেছিল বেশ কয়েকদিন আগেই। পুনরায় এই ছবিতে মুখ্য ভুমিকায় থাকছেন অক্ষয় কুমার। তবে এই ছবিকে ঘিরে চমক এখন অন্য জায়গায়।
ছবির টাইটেল ট্র্যাক গাইবেন খোদ নায়ক নিজেই।

আরও পড়ুনঃ অসম্ভবের মাঝে সম্ভাবনার খোঁজ, ট্রেলারেই বাজিমাত মিশন মঙ্গল

অক্ষয় কুমারের গলায় গান দর্শকের কাছে নতুন খবর নয়। কারণ এর আগেই মোট তিনটি ছবিতে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। সিং ইস কিং, ইটস এন্টারটেনমেন্ট ও স্পেশাল ২৬ ছবিতে গান গেয়েছিলেন তিনি। কিন্তু এবার শুধুই গান নয়। রীতিমতন র‌্যাপ করতে চলেছেন অক্ষয় কুমার। সেই র‌্যাপই ছবিতে টাইটেল ট্র্যাক হিসেবে উপস্থিত করা হয়ে।

যদিও এ বিষয় এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি। কিন্তু বি টাউনে কান পাতলেই এখন এই গুঞ্জন স্পষ্ট। ইতিমধ্যে ছবির পরিচালক ও প্রযোজক এই বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন এক প্রকার। মিকা সিং-এর সঙ্গেই এই গান গাইতে চলেছেন অক্ষয় কুমার। ফলে এই ছবিকে ঘিরে এখন দর্শকদের মনে নতুন উত্তেজনার সঞ্চার হল। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয়ে থাকছেন কৃতি স্যানন, ববি দেওল।  

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?