
পাকিস্তানেও সুশান্তের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন মহল। সঙ্গীতশিল্পী তথা অভিনেতা আলি জফর ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজুপতের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করলেন। ছাদের উপর গভীর রাতের পার্টির একটি মুহূর্ত ধরা ছিল ক্যামেরায়। যা দেখে আজ আবেগে ভাসলেন আলি।
আরও পড়ুনঃপ্রয়াত 'ব্যাটম্যান'-এর পরিচালক, শোকস্তব্ধ হলিউড
পোস্টের ক্যাপশনে লিখেছেন, "ধন্যবাদ শাবিনা ছবিটা আমায় পাঠানোর জন্য। আমার এই রাতটা এখনও স্পষ্ট মনে আছে। কিছুই ভুলিনি এই দিনের কথা। জীবনে খুব মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় যারা সরল, সাধাসিধে হয়। সুশান্ত তাদের মধ্যেই একজন ছিলেন। বিনোদন জগতের মধ্যে তাঁর মত এক ব্যক্তিত্ব পাওয়া সত্যিই কঠিন। সেই মন ভোলানো হাসি। প্রণোচ্ছ্বল ব্যবহার। এখনও বিশ্বাস করতে পারছি না।"
আলির এই ছবিতে অনেকেই মন্তব্য করে লিখেছে, "আপনি পাকিস্তান থেকে সুশান্তকে মনে করছেন। এখানে তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরাই তাঁর শ্রদ্ধানুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।" আলি জফরের পাশাপাশি শোকাহত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানও। সুশান্তের মৃত্যুর খবরের পর পরই মাহিরা ট্যুইট শোকজ্ঞাপন করেছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।