ডিসেম্বরে বিয়ে সারবেন আলিয়া-রণবীর, এই দিন থেকেই শুরু হবে অনুষ্ঠান

Published : Apr 03, 2020, 02:13 PM ISTUpdated : Apr 03, 2020, 02:20 PM IST
ডিসেম্বরে বিয়ে সারবেন আলিয়া-রণবীর, এই দিন থেকেই শুরু হবে অনুষ্ঠান

সংক্ষিপ্ত

দিন কতক আগেই ব্রেকআপের খবর ছড়িয়ে গিয়েছিল চারিদিকে। গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন আলিয়ার মুখপাত্র। এখন আবার বিয়ের খবরে শোরগোল নেটদুনিয়ায়। এ বছরের শেষেই বিয়ে সারছেন আলিয়া-রণবীর।

খবরের শিরোনাম থেকে দুটো নাম যেবন কিছুতেই সরছেনা। আলিয়া ভাট এবং রণবীর কাপুর। অ্যালেজেড এই জুটিকে নিয়ে নিত্য নতুন খবর আসতেই থাকে। তবে এবারে যেন গ্র্যান্ড কিছু হতে চলেছে। এ বছর ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন আলিয়া। গত মাসে আলিয়া-রণবীরের ব্রেক আপের খবরে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আলিয়ার মুখপাত্র বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। সত্যিই যে বিষয়টি গুজবই ছিল তা প্রমাণ হয় কয়েকদিন পর তাঁদের একসঙ্গে দেখা পেয়ে। 

আরও পড়ুনঃবাবাকে শেষ দেখাও দেখতে পারলেন না শাহরুখের অনস্ক্রিন মেয়ে, করোনা আটকে দিল সবকিছু

আরও পড়ুনঃপথের পশুদের পাশে বিক্রম, সাহায্যের জন্য আবেদন জানালেন আয়ুষ্মান

লকডাউনের কারণে লিভ ইন করা শুরু করেছেন আলিয়া-রণবীর। মুম্বইয়ের অ্যাপার্টমেন্টে একসঙ্গে ঢুকতে দেখা যায় তাঁদের। সূত্রের খবর, আর পাঁচ জন সেলেব্রিটিদের মতই ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করেছিলেন তাঁরা। তবে করোনা আউটব্রেকের কারণে বদল ঘটেছে প্ল্যানে। মুম্বইতেই গাটছড়া বাঁধহবেন সেলেবজুটি। ২১ ডিসেম্বর থেকে শুরু হবে বিয়ের নানা অনুষ্ঠান। 

আরও পড়ুনঃহাতে শাঁখা-পলা পরে পোষ্যর সঙ্গে বেদম নাচে মত্ত ঐন্দ্রিলা, দুরন্ত গতিতে ভাইরাল ভিডিও

বলিউডের ক্যাসানোভা রণবীর কাপুর। দীপিকা পাডুকোনের সঙ্গে বিচ্ছেদের পর এই ক্যাসানোভা শব্দটি বসে গিয়েছে তাঁর নামের পাশে। দীপিকার পর, ক্যাটরিনা, তারপর নার্গিস, মাঝে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। নারীবেষ্টিত রণবীরের ঝুঁকেছিলেন আলিয়া ভাটের দিকে। অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবির সেটে শুরু হয় তাঁদের প্রেমালাপ। দীর্ঘ দু'বছর ডেট করার পরই বিয়ের সিদ্ধান্ত নিলেন তাঁরা। 

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?