সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, গায়িকা আলিয়া ভাট, সড়ক-২-এ নয়া চমক

Published : Jul 15, 2019, 02:26 PM ISTUpdated : Jul 15, 2019, 02:30 PM IST
সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, গায়িকা আলিয়া ভাট, সড়ক-২-এ নয়া চমক

সংক্ষিপ্ত

আবারও গান গাইবেন আলিয়া আগামী ছবি সড়ক ২-এ পাওয়া যাবে তার এই গান সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় এটি আলিয়ার চতুর্থতম গান

আলিয়া ভাটের কণ্ঠে গান দর্শকের কাছে নতুন কিছু নয়। এর আগে তিনি মোট তিনটি ছবিতে গান গেয়ে সকলের মন জয় করেছেন। ফলেই তার কণ্ঠের ভক্ত ইতিমধ্যেই দেশ জুড়ে প্রচুর ভক্ত। গানের জগতে তার প্রথম হাতেখড়ি হয় হাইওয়ে ছবির মধ্যে দিয়ে। তারপর বদ্রীনাথ কি দুলহানিয়া ও উড়তা পঞ্জাব দুটি ছবিতে গান গেয়েছিলেন তিনি। এবার আলিয়ার আগামী ছবিতে পাওয়া যাবে তাকে একই ভুমিকায়।

মহেশ ভাট পরিচালিত ছবি সড়ক ২ এর শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই ছবিতেই এবার গান রেকর্ডিং-এর খবর পাওয়া গেল আলিয়ার। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। এখন পুরোদমে চলছে তারই প্রস্তুতি। গতসপ্তাহতে সেই গানেরই সুর করে ফেললেন জিৎ গঙ্গোপাধ্যায়। আগামী মাসে সেই গানের রেকর্ডিং করা হবে। এখন পুরো দমে তালিম নিতে ব্যাস্ত আলিয়া ভাট। তবে গানের কলি আরও একবার ঝালিয়ে নেওয়ার পর্ব চলছে এখন। এই বিষয় নিজের মতামতও জানাচ্ছেন মহেশ ভাট। 

আরও পড়ুনঃ ব্লকবাস্টার 'ভারত ', খুশ মেজাজে বিদেশে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা

এই ছবিতে পুজা ভাটকেও দেখা যাবে। সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্তকেও। আগামী বছর জুলাই মাসে মুক্তি পাবে সড়ক ২। তবে এই ছবিকে ঘিরে এখন দর্শকের একটাই লক্ষ্য কবে মুক্তি পাবে আলিয়ার কণ্ঠের নতুন গান। 


 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?