সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, গায়িকা আলিয়া ভাট, সড়ক-২-এ নয়া চমক

  • আবারও গান গাইবেন আলিয়া
  • আগামী ছবি সড়ক ২-এ পাওয়া যাবে তার এই গান
  • সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়
  • এটি আলিয়ার চতুর্থতম গান

আলিয়া ভাটের কণ্ঠে গান দর্শকের কাছে নতুন কিছু নয়। এর আগে তিনি মোট তিনটি ছবিতে গান গেয়ে সকলের মন জয় করেছেন। ফলেই তার কণ্ঠের ভক্ত ইতিমধ্যেই দেশ জুড়ে প্রচুর ভক্ত। গানের জগতে তার প্রথম হাতেখড়ি হয় হাইওয়ে ছবির মধ্যে দিয়ে। তারপর বদ্রীনাথ কি দুলহানিয়া ও উড়তা পঞ্জাব দুটি ছবিতে গান গেয়েছিলেন তিনি। এবার আলিয়ার আগামী ছবিতে পাওয়া যাবে তাকে একই ভুমিকায়।

মহেশ ভাট পরিচালিত ছবি সড়ক ২ এর শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই ছবিতেই এবার গান রেকর্ডিং-এর খবর পাওয়া গেল আলিয়ার। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। এখন পুরোদমে চলছে তারই প্রস্তুতি। গতসপ্তাহতে সেই গানেরই সুর করে ফেললেন জিৎ গঙ্গোপাধ্যায়। আগামী মাসে সেই গানের রেকর্ডিং করা হবে। এখন পুরো দমে তালিম নিতে ব্যাস্ত আলিয়া ভাট। তবে গানের কলি আরও একবার ঝালিয়ে নেওয়ার পর্ব চলছে এখন। এই বিষয় নিজের মতামতও জানাচ্ছেন মহেশ ভাট। 

Latest Videos

আরও পড়ুনঃ ব্লকবাস্টার 'ভারত ', খুশ মেজাজে বিদেশে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা

এই ছবিতে পুজা ভাটকেও দেখা যাবে। সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্তকেও। আগামী বছর জুলাই মাসে মুক্তি পাবে সড়ক ২। তবে এই ছবিকে ঘিরে এখন দর্শকের একটাই লক্ষ্য কবে মুক্তি পাবে আলিয়ার কণ্ঠের নতুন গান। 


 

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News