বলিউডে দুই তারকার মাথায় নতুন পালক, বিতর্ক এড়িয়ে এবার অষ্কারের সঙ্গে হৃত্বিক-আলিয়া

  • ২০১৬ সালে অস্কার ঘিরে শুরু হয়েছিল বিতর্ক
  • এসেই বিতর্কের অবসান ঘটিয়ে নতুন সিদ্ধান্ত
  • বলিউড থেকে ডাক পেলেন হৃত্বিক-আলিয়া
  • থাকবে তারকাদের ভোট দেওয়ার অধিকারও

২০১৬ সালে বিতর্কের ঝড় তুলেছিল অস্কার। একের পর এক সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছিল নয়া অভিযোগ, অস্কারে কেবলই নাকি শ্বেতাঙ্গদের দাপট। এই মন্তব্যর পরই ট্রোল হতে থাকে অস্কার। সেইবারই নয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অস্কার অ্যাকাডেমি থেকে। এবার ২০২০ সালে রাখা হল কথা। আকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফ থেকে ডাক পেলেন এবার আলিয়া ভাট ও হৃত্বিক রোশন। 

Latest Videos

এই দুই তারকার সঙ্গে ডাক পেয়েছেন আরও কয়েকজন বলিউড কলাকুশলী। এই আমন্ত্রণে যদি তাঁরা সাড়া দেন, তবে অস্কারে ভোট করার ক্ষমতাও থাকবে এঁনাদের। মঙ্গলবারই ৮১৯ আমন্ত্রিত নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে বলিউডের দুই স্টারের নাম।  অস্কারের প্রতিশ্রুতি অনুযায়ী, ৪৫ শতাংশ মহিলা, ৩৬ শতাংশ অন্য সম্প্রদায়ের মানুষ, ৪৯ শতাংশ আন্তর্জাতিক তারকা, থাকবেন এই বিচার ব্যবস্থাতে। 

সঙ্গে উল্লেখ ছিল মোট ৬৮টি দেশ থেকে, ৭৫ জন অস্কার মনোনীত এবং পাঁচ জন সায়েন্টিফিক ও টেকনিকাল পুরস্কার বিজয়ীও জায়গা করে নেবেন এই অস্কারে। যদিও বর্তমানে েই খবর প্রকাশ্যে আসার পর থেকেই আবারও ঝড় উঠেছে নেট দুনিয়ায়। নেপোটিজমকে কটাক্ষ করে অনেকেই বলেছে, সেই জায়গা করে নিল দুই স্টারকিড। প্রশ্ন তুলে এখন ভাইরাল এই খবর নেট দুনিয়ায়। 

Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন