প্রথম প্রযোজনায় হাতেখড়ি, সেই ছবির মুক্তি এবার ওটিটি-তে, কেন এমন সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট।
বলিউডে পা রাখার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে আলিয়া ভাটের (Alia Bhatt) নাম। একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ করেছেন মহেশ কন্যা (9Bollywood Star Kid) । স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি থেকে সফর শুরু। কখনও ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক বক্স অফিস হিট দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কীভাবে গড়ে নিতে হয়, তারও প্রমাণ দিয়েছেন আলিয়া। কয়েকদিন আগেই ভক্তদের চমকে দিয়ে শুরু করেছিলেন তিনি নতুন সফর।
অভিনেত্রী থেকে প্রযোজক (Producer Alia Bhatt) আলিয়া ভাট। ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে এই খবর। আলিয়ার এই ব্যানারের অধীনেই একের পর এক ছবি মুক্তি পাবে পরবর্তীতে, এমনই অপেক্ষার মাঝে এসেছিল পরবর্তী ছবির খবর ডর্লিং (Darling) । পাশাপাশি নিজেই বেশ কিছু ছবি তিনি প্রয়োজনা করবেন বলেও সূত্রের খবর। সমসাময়িক অভিনেত্রী-অভিনেতাদের কড়া টক্কর দিয়ে সাফল্যের শিখরে ঝড়ের গতীতে এগিয়ে যাও আলিয়াই যেন এখন বিটাউনের প্রাণ কেন্দ্র।
আরও পড়ুন-বিছানায় অবাধ যৌনতা, অর্ধনগ্ন শয্যাদৃশ্যে ঘনিষ্ঠ হওয়ার কথা রণবীরকে জানিয়েছিলেন দীপিকা
আরও পড়ুন-'ব্রা' ছাড়াই স্তনের একাংশ বার করে রাস্তায় বেরোলেন উরফি, বোল্ড আউট সাইবারবাসী
আরও পড়ুন-জলের নিচে সুস্পষ্ট নিটোল নিতম্ব, বুকের খাঁজে উষ্ণতা বাড়ালেন আগুনে কন্যা রাইমা
প্রযোজনার এই খবর শেয়ার করার কয়েক ঘন্টার মধ্যেই সামনে এসেছিল প্রথম ছবির খবর। তিনি জোট বাঁধতে চলেছেন শাহরুখ খানের (Red Chilis Production) সঙ্গে। আলিয়ার পরবর্তী ছবি ডার্লিংএর প্রযোজনাতে থাকছে কিং খান ও গৌরী খানের (Gauri Khan) রেড চিলিস প্রযোজনা, সঙ্গে যুক্ত হচ্ছে আলিয়া ভাটের প্রযোজনা সংস্থা। সেই ছবির কাজ শেষ। তবে একের পর এক বিগ বাজেট ছবি এখন মুক্তির অপেক্ষায়। আলিয়ার (Alia Bhatt) তালকায় রয়েছে গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি একদিকে, অপর দিকে রয়েছে আর আর আর (RRR) । এই দুই ছবির মাঝে আবার বড় পর্দায় ডার্লিং-কে আনতে নারাজ আলিয়া। তাই এবার ওটিটি প্ল্যাটফর্মেই এই ছবি মুক্তির সিদ্ধান্ত নিলেন তিনি। ৮০ কোটি টাকায় বিক্রি হল ডার্লিং ছবি। ২০২২-সালের গ্রীষ্মেই মুক্তি পাবে এই ছবি। নেটফ্লিক্সে বিক্রি হল আলিয়া ভাট অভিনীত ছবি ডার্লিং। এর আগে ওটিটি-তে বড় মুক্তি দীপিকা-অনন্যা অভিনীত ছবি গেহরাইয়া (Gehraiyaan) । তা ৮০-৮৫ কোটি টাকায় কিনে নিয়েছে আমাজন প্রাইম। তাই এবার বড় স্টারকাস্ট ছবিকে নিজের দখলে রাখল নেটফ্লিক্স (Netflix) ।