মিউজিক ভিডিওতে বাজিমাত আলিয়ার, প্রকাশ্যে আসার পরই ভাইরাল নেট দুনিয়ায়

আলিয়া ভাটের মিউজিক ভিডিও মুক্তি পেল

এই প্রথম মিউজিক ভিডিও তৈরি করলেন আলিয়া

মুক্তি পাওয়ার পরই তা ভাইরাল নেট দুনিয়ায়

 

আলিয়ার গলায় গান ইতিমধ্যেই সকলের শোনা হয়েগিয়েছে। এবার মহেশ কন্যা আলিয়া দর্শকদের জন্য নিয়ে এলেন মিউজিক ভিডিও। সেই গান মুক্তি পাওয়ার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। মুহুর্তে ভিউ সংখ্যা আকাশ ছুঁল প্রাডা গানটি। ভিডিওতে আলিয়াকে দেখা যায় তাঁর চেনা ভঙ্গিতেই। শুধু গান নয়, সমান তালে নাচেও মন কাড়লেন সকলের।

আরও পড়ুনঃ পুলওয়ামা শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গান শাহরুখ-অভিতাভসহ বিটাউন তারকাদের

Latest Videos

আলিয়ার বড় পর্দায় প্রথম ডেবিউর সানায়া-কে যাঁদের মনে আছে তারা এই মিউজিক ভিডিওতে তাঁর খানিকটা ছাপ দেখতে পাবেন। স্টাইল থেকে শুরু করে লুক, পোশাক, সবেতেই যেন এক বিশেষ ছোঁয়া রেখে যেতে পচ্ছন্দ করেন আলিয়া। তবে তার জন্য বেজায় হোমওয়ার্ক করতে হয় নায়িকাকে। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। 

 

 

এই মিউজিক ভিডিওটি তিনি তৈরি করেছেন দ্য দূরদর্শন নামক একটি ব্যান্ডের সঙ্গে। লাম্বরগিনি গানের মধ্যে দিয়ে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে এই ব্যান্ড। তাদের সঙ্গেই এবার জোট বেঁধে এই মিউজিক ভিডিও তৈরি করলেন আলিয়া ভাট। এই গান যথেষ্ট প্রশংসিতও হল বিভিন্ন মহলে। 

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |