খালি গলায় ট্রাকের ওপর গান ধরলেন আলিয়া, পাশে বসে সঙ্গ দিলেন রণবীর, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Dec 23, 2020, 08:35 AM IST
খালি গলায় ট্রাকের ওপর গান ধরলেন আলিয়া, পাশে বসে সঙ্গ দিলেন রণবীর, মুহূর্তে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

খালি গলায় গান ধরলেন আলিয়া পাশে বসে তাল মেলালেন রণবীর ধরিয়ে দিলেন গানের কথাও মুহূর্তে ভাইরাল ভিডিও 

আলিয়ার গানের গলা কতটা সুন্দর, কম বেশি সকলেরই জানা। তাঁর কণ্ঠ স্বরে মুগ্ধ আট থেকে আশি। খালি গলায় হোক বা মিউজিক সংযোগে, মুহূর্তে ছড়িয়ে পড়ে আলিয়ার গলায় গাওয়া গানের কলি। মাঝে মধ্যেই খালি গলায় গান গেয়ে ওঠেন আলিয়া। সে শ্যুটিং ফাঁকেই হোক বা অবসরে। এবারও সামনে এলো তেমনই এক ভিডিও। ট্রাকের ওপর বসে গান গাইছেন আলিয়া।

আরও পড়ুন- বিয়ের পিঁড়িতে চাহাল, গলায় মালা দিলেন কোরিওগ্রাফার ও ইউটিউবার ধনুশ্রীর 

ইয়ে দুরিয়া, গানের মাঝে মাঝেই ভুলে যাচ্ছেন আলিয়া গানের কথা। পাশে বসে থাকা রণবীর ধরিয়ে দিচ্ছেন ভুলে যাওয়া কথার কলি। গানের অংশ মনে পড়তেই গান গেয়ে উঠছেন আলিয়া। বলিউডের এই হট জুটির ভিডিও মুহূর্তে নজর কাড়ে ভক্তমহলের। অনবদ্য বন্ডিং দুই স্টারের। কবে চার হাত এক হবে, সেই অপেক্ষাতেই দিন গুণছে এখন ভক্তরা। 

 

 

চলতি বছরের শুরুতেই সামনে এসেছিল ভুঁয়ো বিয়ের কার্ড। জল্পনা ছিল তুঙ্গে। শুরু হয়েছিল শপিংও। বছরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জুটি। এরই মাঝে পরিবারে নেমে আসে ভয়াবহ দিন। সকলকে কাঁদিয়ে চলে যান ঋষি কাপুর। পাশাপাশি করোনার কোপ তো রইয়েছে, দুয়ে মিলে পিছিয়ে যায় বিয়ের ভেনু। এখন দেখার অপেক্ষা নয়া বছরে নয়া কোনও খবর জুটি শোনায় কি না! 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে