
২০২০-তে করোনার কোপে একের পর এক মানুষের আক্রান্তের খবর মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছিল। হু হু করে বাড়ছিল মৃত্যুর সংখ্যা। বাড়ছিল আক্রান্তের সংখ্যা। বছর শেষ হওয়ার মুখে। লকডাউন কাটিয়ে উঠলেও এখনও মেলেনি নিস্তার। খানিক নিয়মের ফাঁক থাকলেও থাবা বসাচ্ছে করোনা। যার তালিকা থেকে বাদ পড়েনি সেলেব মহলও।
অমিতাভ বচ্চন থেকে শুরু করে একের পর এক তারকা করোনায় আক্রান্ত হয়েছে। বিনোদন জগতের দরজা খুলে যাওয়ার পরই বেড়েছে আক্রান্তের সংখ্যা সেলেব মহলে। এরই মাঝে এলো এবার রাকুল প্রীতের আক্রান্ত হওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করে তিনি লিখলেন- তিনি করোনা পজিটিভ। আপাতত ঠিক আছেন তিনি। নিজে হোম আইসোলেশনে রয়েছেন।
পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে লেখেন যাঁরা যাঁরা কয়েকদিনে তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অবশ্যই টেস্ট করিয়ে নেন ও সাবধানে থাকেন। তিনি শীঘ্রই ফিরবেনশ্যুটিং সেটে। এমনটাই জানিয়ে পোস্ট করেন অভিনেত্রী। সম্প্রতি মলদ্বীপের ভ্যাকেশন ট্রিপ থেকে একের পর এক ছবি শেয়ার করেন তিনি। এরপরই ফিরেছিলেন শ্যুটিং-এর কাজে। বর্তমানে বাড়িতেই আছেন অভিনেত্রী।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।