চেহারায় আবারও বদল আনছেন আমির খান, আগামী ছবির জন্য কমিয়ে ফেললেন ২০ কেজি

Published : Jul 24, 2019, 06:30 PM IST
চেহারায় আবারও বদল আনছেন আমির খান, আগামী ছবির জন্য কমিয়ে ফেললেন ২০ কেজি

সংক্ষিপ্ত

নতুন ছবির কাজে হাত দিলেন আমির খান ভারতের রাজনৈতিক দিকের বেশ কয়েকটি দিক থাকবে এই ছবিতে নিজের শরীরের গঠন আবারও বদল করলেন তিনি বিপরীতে থাকছেন করিনা কাপুর

সিকরেট সুপারস্টার বক্স অপিসে সেভাবে সাফল্যের মুখ না দেখার পর সকলেই অপেক্ষায় ছিলেন আবার কবে পর্দায় ফিরছেন মিস্টার পার্ফেকশনিস্ট। তারই উত্তর মিলেছিল আমিরব খানে ৫৪তম জন্মদিনে। নিজেরই প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর আগামী ছবির খবর। ছবির নাম লাল সিং চাড্ডা। সেই ছবিতেই তাঁ বিপরীতে অভিনয় করছেন করিনা কাপুর খান। বর্তমানে সেই ছবির কাজ নিয়েই বেজায় ব্যাস্ত আমির খান। 

আরও পড়ুনঃ চার রাজ্যের পর এবার রাজধানীতেও ট্যাক্স ফ্রি সুপার থার্টি

নিজের শরীর নিয়ে চর্চা করার খবর আমির খানের কাছ থেকে নতুন কোনও বিষয় নয়। শুরুটা হয়েছিল লাগান ছবির মধ্যে দিয়ে। সেই ছবিতেই নিজের চেহারার পরিবর্তন ঘটিয়ে নেটিজেনদের সমালোচনার শিকারও হয়ছিলেন তিনি। তারপর থেকেই বিভিন্ন ছবিতে তাঁর পার্ফেক্ট লুকের জন্য নিজের শরীরকে নিয়ে নানা প্রকার এক্সপেরিমেন্ট করতে দেখাগিয়েছে। নতুন ছবিতেও তার ব্যাতিক্রম হল না। লাল সিং চাড্ডা ছবির জন্য তিনি কমিয়ে ফেললেন মোচ ২০ কেজি। এই প্রথম পাগরি মাথায় দেখা যাবে আমির খানকে।

আরও পড়ুনঃ হাউসফুল সিক্যুয়েলকে ঘিরে নতুন চমক, টাইটেল ট্র্যাক নিজেই গাইতে চলেছেন অক্ষয় কুমার

ছবির গল্প হলিউড ছবি ফরেস্ট গাম্প-এর অবলম্বণে তৈরি। ছবির পরিচালনা করছেন অদ্ভেত চন্দন। এই গল্প ভারতের বুকের বেশ কয়েকটি রাজনৈতিক দিককে খুব সুক্ষ্ণভাবে ছুঁয়ে যাবে। এমনটাই চিত্রনাট্যে তুলেধরতে চলেছেন অতুল কুলকার্ণি। ছবির কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী বছর এই ছবি মুক্তি পেতে চলেছে। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত