চলে গেলেন চলচ্চিত্র জগতের এক বিখ্যাত নক্ষত্র, সৌমিত্র প্রয়াণে শোকস্তব্ধ অমিতাভ

Published : Nov 16, 2020, 07:54 AM IST
চলে গেলেন চলচ্চিত্র জগতের এক বিখ্যাত নক্ষত্র, সৌমিত্র প্রয়াণে শোকস্তব্ধ অমিতাভ

সংক্ষিপ্ত

প্রয়াত চলচ্চিত্র জগতের কিংবদন্তি স্টার চোখের জলে ভাসছে বলিউড সোশ্যাল মিডিয়ায় টুইট করলেন অমিতাভ লিখলেন চলচ্চিত্র জগতের স্তবম্ভের পতন

প্রয়াত চলচ্চিত্র জগতের বিখ্যাত স্টার সৌমিত্র চট্টোপাধ্যায়, ফাইটটা যে এভাবে শেষ হয়ে যাবে রবিবার সকাল পর্যন্তও কেউ বিশ্বাস করতে পারেনি। ডাক্তারেরা মোটের ওপর ইঙ্গিত দিয়েছিলেন, রবিরারই মিলতে পারে দুঃসংবাদ, কিন্তু মিরাকেলের অপেক্ষাতেই ছিল আপামর ভক্তকূল। কিন্তু শেষ রক্ষা হল না। সকলকে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 

অভিনেতার প্রয়াণে কেবল টলিউড নয়, গোটা ভারতীয় চলচ্চিত্র জগতের এক বড় ক্ষতি। ফলে দেশের বিভিন্ন প্রান্তে এদিন বেজে ওঠে বিষাদের সুর। মন ভার বলিউডেরও। খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরতে থাকে প্রতিক্রিয়ায়। একইভাবে স্মৃতিচারণায় সামিল অমিতাভ বচ্চনও।

 

 

এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখলেন, ভারতীয় চলচ্চিত্র জগতের একটি স্তম্ভ পতন সৌমিত্র চট্টোপাধ্যাের মৃত্যু। এক লেজেন্ড অভিনেতা চলে গেলেন। চলচ্চিত্র উৎসবে তোলা একটি ছবি শেয়ার করেই তিনি এই পোস্ট করেন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ভক্তমহলে। রাত পোহালেও অভিনেতার মৃত্যু মেনে নেওয়ার নয়, এখনও ফেলুদার অপেক্ষায় যেন পথ চেয়ে সকলে...

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?