চলে গেলেন চলচ্চিত্র জগতের এক বিখ্যাত নক্ষত্র, সৌমিত্র প্রয়াণে শোকস্তব্ধ অমিতাভ

  • প্রয়াত চলচ্চিত্র জগতের কিংবদন্তি স্টার
  • চোখের জলে ভাসছে বলিউড
  • সোশ্যাল মিডিয়ায় টুইট করলেন অমিতাভ
  • লিখলেন চলচ্চিত্র জগতের স্তবম্ভের পতন

প্রয়াত চলচ্চিত্র জগতের বিখ্যাত স্টার সৌমিত্র চট্টোপাধ্যায়, ফাইটটা যে এভাবে শেষ হয়ে যাবে রবিবার সকাল পর্যন্তও কেউ বিশ্বাস করতে পারেনি। ডাক্তারেরা মোটের ওপর ইঙ্গিত দিয়েছিলেন, রবিরারই মিলতে পারে দুঃসংবাদ, কিন্তু মিরাকেলের অপেক্ষাতেই ছিল আপামর ভক্তকূল। কিন্তু শেষ রক্ষা হল না। সকলকে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 

অভিনেতার প্রয়াণে কেবল টলিউড নয়, গোটা ভারতীয় চলচ্চিত্র জগতের এক বড় ক্ষতি। ফলে দেশের বিভিন্ন প্রান্তে এদিন বেজে ওঠে বিষাদের সুর। মন ভার বলিউডেরও। খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরতে থাকে প্রতিক্রিয়ায়। একইভাবে স্মৃতিচারণায় সামিল অমিতাভ বচ্চনও।

Latest Videos

 

 

এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখলেন, ভারতীয় চলচ্চিত্র জগতের একটি স্তম্ভ পতন সৌমিত্র চট্টোপাধ্যাের মৃত্যু। এক লেজেন্ড অভিনেতা চলে গেলেন। চলচ্চিত্র উৎসবে তোলা একটি ছবি শেয়ার করেই তিনি এই পোস্ট করেন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ভক্তমহলে। রাত পোহালেও অভিনেতার মৃত্যু মেনে নেওয়ার নয়, এখনও ফেলুদার অপেক্ষায় যেন পথ চেয়ে সকলে...

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts