আজই বিগ বি ফিরে পেয়েছিলেন নতুন জীবন, ছবি শেয়ার করে শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানালেন তিনি

Published : Aug 02, 2019, 05:30 PM ISTUpdated : Aug 02, 2019, 05:59 PM IST
আজই বিগ বি ফিরে পেয়েছিলেন নতুন জীবন, ছবি শেয়ার করে শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানালেন তিনি

সংক্ষিপ্ত

২রা অগাস্টের স্মৃতি উষ্কে দিলেন অভিনেতা কুলি ছবি শ্যুটিং-এর সময় আহত হয়েছিলেন তিনি মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন এই দিনই আজও অনেকেই শুভেচ্ছা পাঠান তাঁর উদ্দেশে

অমিতাভ বচ্চনের ভক্তদের কাছে আজকের দিনটা খুব একটা অপরিচিত নয়। কারণ এই দিনই এক প্রকার মৃত্যর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। ১৯৮২ সাল, চলছিল পুকার ছবির শ্যুটিং। সেখানেই গুরুত্বর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। বেশ কিছুদিন জ্ঞান হারিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। খবর পাওয়া মাত্রই ভক্তদের মধ্যে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল। 

আরও পড়ুনঃ দিয়া মির্জার বিবাহ বিচ্ছেদের পেছনে কে! নাম উঠে আসায় সোশ্যাল মিডিয়ায় সবর এই তারকা

 

 

সেই সময় ২রা অগাস্টই জ্ঞান ফিরে পেয়েছিলেন তিনি। ফলে অনেকেই আজ তাঁর দ্বিতীয় জন্মদিন বলেই জানেন। শুভেচ্ছআও জানান অনেকে। এই বছরও তার ব্যাতিক্রম হল না। ফলে অমিতাভ বচ্চন নিজেই শুক্রবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন সেই খবর। 

 


সোশ্যাল মিডিয়াতে ভক্তদের উদ্দেশে লেখেন, অনেকেই আছেন যাঁরা এই দিনটির কথা মেন রেখে আজও ওঁনাকে শুভেচ্ছা জানান। তাঁকে ঘিরে অনেক চিন্তাভাবনা, যার জন্য তিনি নিজেকে ভাগ্যবান বলেও মনে করেন। সঙ্গে তিনি এও জানান যে এই ঋণ কখনও শোধ করার নয়। ১৯৮২ সালে তিনি ক্ষণিকের জন্য হলেও মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন। তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার আগে প্রায় মৃত বলেই ঘোষণা করতে চলেছিলেন ডাক্তাররা। কিন্তু হাজার হাজার মানুষের ভালোবাসায় তিনি আবার প্রাণ ফিরে পান, বলেই দাবি অমিতাভ বচ্চনের।  
 

 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে