করোনা মুক্ত অনুপম খেরের মা, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুসংবাদ

Published : Jul 20, 2020, 06:17 PM IST
করোনা মুক্ত অনুপম খেরের মা, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুসংবাদ

সংক্ষিপ্ত

করোনাকে হারিয়ে জয় অনুপমের মায়ের সোশ্যাল মিডিয়ায় দিলেন খুশির খবর সুস্থ আছেন অনুপমের মা চিকিৎসকদের ধন্যবাদ জানালেন অভিনেতা 

করোনার আবহে ক্রমেই অবস্থা খারাপ হচ্ছে মহারাষ্ট্রের। বাড়ছে করোনাতে সংক্রমণের সংখ্যা। এমনই পরিস্থিতিতে একের পর এক বলিউড তারকারাঔও করোনাতে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন। ঐশ্বর্য ও আরাধ্যাও রয়েছে বর্তমানে হাসপাতালে। অন্যদিকে রেখার নিরাপত্তা রক্ষীর শরীরেও পাওয়া গিয়েছে করোনার। সংক্রমিত হয়েছে সারা আলি খানের বাড়ির ড্রাইভারও। 

আরও পড়ুনঃ ভাই-বোন মিলে সুশান্তের টাকার নয়-ছয়, রিয়ার বিদেশ ভ্রমণের খরচ মেটাতেন অভিনেতা

সলেই তালিকাতেই নাম লিখিয়েছিলেন অনুপম খেরের মা। কিন্তু তাঁর বয়সের কারণে বেজায় চিন্তার ভাঁজ পড়েছিল অভিনেতার কপালে। তবে অবশেষে মিলল খুশির সংবাদ। সুস্থ হয়ে উঠেছেন অনুপম খেরের মা। তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। কোকিলাবেন হসপিটাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি, বলে জানান অনুপম খের। 

 

 

পাশাপাশি ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও শেয়ার করেন অনুপম খের। যা দেখা মাত্রই বেজায় খুশি ভক্তমহল। একদিকে যখন গোষ্ঠী সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে গোটা দেশের, তখনই সুস্থাতার হারের দিকে লক্ষ্য রেখে আশার বুক বাঁধছেন সাধারণ মানুষ। করোনাকে হারিয়ে অনুপমের মায়ের বাড়ি ফেরাটা এক কথায় সেই যুদ্ধ জয়েরই উদাহরণ। মুহূর্তে এই ভিডির কমেন্ট বক্স ভরে ওঠে শুভেচ্ছাবার্তায়। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?