ভয়ে শিবের নাম জপতে জপতে হাতপাতালে অনুপম খের, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Mar 10, 2021, 01:34 PM IST
ভয়ে শিবের নাম জপতে জপতে হাতপাতালে অনুপম খের, মুহূর্তে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

ভয়ে ভয়ে হাসপাতালে অনুপম খের  একটানা শিবের নাম করতে শুরু করলেন  সেই ভিডিও শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল  কেন হাসপাতালের দরবারে অভিনেতা 

অনুপম খের বরাবরই মজার অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও তিনি সক্রিয়। মাঝে মধ্যেই তিনি ভিডিও শেয়ার করে নানা খবর জানিয়ে থাকেন ভক্তমহলে। এবারও তার ব্যতিক্রম হল না। তড়িঘড়ি হাসপাতালে ছুঁটলেন অভিনেতা। ভয়ে ভয়ে চোখ বন্ধ করে শিবের নাম জপতে শুরু করলেন, ঠিক কী হয়েছিল, তা ভিডিওটিতে সাফ। না কোনও চিন্তার কারণ নেই। 

আরও পড়ুন- সাত মাসের অসহ্য কষ্ট, অবশেষে হাসপাতালে ভর্তি ঋতাভরী, কী হল বংডিভার, উদ্বেগ ভক্তমহলে

ভালোই আছেন অভিনেতা, আর এই করোনা কালে যাতে আরও ভালো থাকা যায়, তাই ভ্যাকসিন নিয়ে ফেললেন এই প্রবীণ স্টার। সেই ভিডিও-ই শেয়ার করলেন তিনি। ভয়ে শিব ঠাকুরকে ডাকতে ডাকতে কখন যে নেওয়া হয়ে গিয়েছে ভ্যাকসিন তা তিনি বুঝতেও পারেননি। যার ফলে নার্সকে ধন্যবাদ জানিয়ে তিনি বললেন, তাঁর হাতে যাদু আছে। সেই ভিডিও-তেই বুঁদ এখন নেট মহল। 

 

 

মহারাষ্ট্রে আবারও বাড়ছে করোনা। সদ্য খবর মিলেছে রণবীর কাপুর ও সঞ্জয়লীলা বনশালি করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে প্রবীণ তারকা আর দেরি না করেই নিয়ে ফেললেন করোনার টিকা। নতুন করে করোনার প্রকোপ বাড়ার মুখে সতর্কতা তুঙ্গে রাখাই প্রাথমিক লক্ষ্য হওয়া প্রয়োজন। আবারও সেলেব মহল তা ভক্তদের উদ্দেশ্যে মনে করিয়ে দেওয়ার কাজে যুক্ত হয়েছেন। 

 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী