
অনুপম খের বরাবরই মজার অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও তিনি সক্রিয়। মাঝে মধ্যেই তিনি ভিডিও শেয়ার করে নানা খবর জানিয়ে থাকেন ভক্তমহলে। এবারও তার ব্যতিক্রম হল না। তড়িঘড়ি হাসপাতালে ছুঁটলেন অভিনেতা। ভয়ে ভয়ে চোখ বন্ধ করে শিবের নাম জপতে শুরু করলেন, ঠিক কী হয়েছিল, তা ভিডিওটিতে সাফ। না কোনও চিন্তার কারণ নেই।
আরও পড়ুন- সাত মাসের অসহ্য কষ্ট, অবশেষে হাসপাতালে ভর্তি ঋতাভরী, কী হল বংডিভার, উদ্বেগ ভক্তমহলে
ভালোই আছেন অভিনেতা, আর এই করোনা কালে যাতে আরও ভালো থাকা যায়, তাই ভ্যাকসিন নিয়ে ফেললেন এই প্রবীণ স্টার। সেই ভিডিও-ই শেয়ার করলেন তিনি। ভয়ে শিব ঠাকুরকে ডাকতে ডাকতে কখন যে নেওয়া হয়ে গিয়েছে ভ্যাকসিন তা তিনি বুঝতেও পারেননি। যার ফলে নার্সকে ধন্যবাদ জানিয়ে তিনি বললেন, তাঁর হাতে যাদু আছে। সেই ভিডিও-তেই বুঁদ এখন নেট মহল।
মহারাষ্ট্রে আবারও বাড়ছে করোনা। সদ্য খবর মিলেছে রণবীর কাপুর ও সঞ্জয়লীলা বনশালি করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে প্রবীণ তারকা আর দেরি না করেই নিয়ে ফেললেন করোনার টিকা। নতুন করে করোনার প্রকোপ বাড়ার মুখে সতর্কতা তুঙ্গে রাখাই প্রাথমিক লক্ষ্য হওয়া প্রয়োজন। আবারও সেলেব মহল তা ভক্তদের উদ্দেশ্যে মনে করিয়ে দেওয়ার কাজে যুক্ত হয়েছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।