ট্যুইটারে ভাইরাল হল অনুরাগ কাশ্যপের ভিডিও। যে ট্যুইটার ইউজার ভিডিওটি ভাইরাল করেছেন, তার বক্তব্য মাদক সেবন করছেন অনুরাগ। মুম্বই পুলিশকে ট্যাগও করেছেন সেই ভিডিওতে। এই ভিডিও রিট্যুইট করে নিজের বক্তব্য রাখলেন পরিচালক।
চলছিল ভিডিও কল। অনুরাগ কাশ্যপ সহ আরও দু'জন ছিলেন ভিডিওতে। হঠাৎই কথা বলতে বলতে রিফার রোল করা শুরু করলেন অনুরাগ। রোল করতে দেখেই একজন ট্যুইটারাটি ভিডিওটি শেয়ার করে সরাসরি মুম্বই পুলিশকে ট্যাগ করে লেখেন, অনুরাগ মাদক সেবন করছেন।
এই বলতে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। তাহলে কি সত্যি এভাবে অনলাইন ভিডিওতে মাদক সেবন করছিলেন পরিচালক। উনি কি জানতেন না যে ভিডিওটি ইন্টারনেটে যেকোনও সময় ভাইরাল হতে পারে। অবশেষে নিজের এই ভিডিওটি রিট্যুইট করে, মুম্বই পুলিশকে ট্যাগ করে লেখেন, "হ্যাঁ। ভাল করে তদন্ত করুন। শেষবারের জন্য বলতে চাই আমি টোব্যাকো রোল করছিলাম। যাতে ভক্তরা খুশি হয় এবং ট্রোল করতে থাকে।"
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।