বুকে অসহ্য ব্যথা, হাসপাতালে ভর্তি অনুরাগ কাশ্যপ, অ্যানজিওপ্লাস্টি করার পর কেমন আছেন পরিচালক

 

  • বুকে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অনুরাগ কাশ্যপ
  • অ্যানজিওপ্লাস্টি করার পরেই পরিচালকের হার্টে বেশ কিছু ব্লকেজ ধরা পড়েছে
  •  দেরি না করে তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন পরিচালক
  • চিকিৎসকের কথা মতোই বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন অনুরাগ

হাসপাতালে ভর্তি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা  হয়েছে গ্যাংস অফ ওয়াসিপুরের পরিচালককে। তারপরই পরিচালকের অ্যানজিওপ্লাস্টি  করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে ভক্তমহলে। এখন কেমন আছেন পরিচালক।

আরও পড়ুন-প্রকাশ্যে চুম্বনে সপাটে থাপ্পড়, শ্লীলতাহানিতে অভিযুক্ত মিকা-কে আবার কেন জড়িয়ে ধরলেন রাখি...

Latest Videos

সূত্রের খবর, বুকে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা-পরিচালক। এবং অ্যানজিওপ্লাস্টি করার পরেই পরিচালকের হার্টে বেশ কিছু ব্লকেজ ধরা পড়েছে।  তারপরেই দেরি না করে তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন পরিচালক। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ এবং ভাল আছেন অনুরাগ। পরিচালকের সার্জারির খবর জানিয়েছেন তার মুখপাত্র। বর্তমানে নিজের বাড়িতেই রয়েছেন পরিচালক।

 

 

এই মুহূর্তে দোবারা-র পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত রয়েছেন অনুরাগ কাশ্যপ। মার্চেই এই ছবির শুটিং শেষ হয়েছে। তবে কাজে যোগে দেওয়ার আগে অন্তত এক সপ্তাহেরও বেসি অনুরাগকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকের কথা মতোই বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন অনুরাগ।  পরিচালনার পাশাপাশি অভিনয়ও সমান তালে চালিয়ে যাচ্ছেন অনুরাগ। তেমনই বিতর্কেও বহুবার নাম জড়িয়েছে অনুরাগ কাশ্যপের।  সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছিল বি-টাউনের অন্দরে। নেপোটিজম বিতর্কে কঙ্গনা রানাউতের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন অনুরাগ কাশ্যপ। পরিচালকের বিরুদ্ধে মিটু-র অভিযোগ এনেছিল এক বাঙালি নায়িকা। এই মামলারও তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ।


 

Share this article
click me!

Latest Videos

সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মমতাকেই দুষলেন শুভেন্দু, দেখুন কী বলছেন তিনি
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News