পাওয়ারফুল ওমেন অনুষ্কা শর্মা, বিশ্বে সেরার তালিকায় নাম অভিনেত্রীর

Published : Sep 23, 2019, 12:13 PM ISTUpdated : Sep 23, 2019, 05:41 PM IST
পাওয়ারফুল ওমেন অনুষ্কা শর্মা, বিশ্বে সেরার তালিকায় নাম অভিনেত্রীর

সংক্ষিপ্ত

সেরার তালিকায় এবার অনুষ্কা শর্মার নাম বলিউড থেকে একাই এই তালিকায় নাম লেখালেন তিনি খবর ছড়িয়ে পড়া মাত্রই শুভেচ্ছায় ভোরল সোশ্যাল মিডিয়া খুশির আমেজে এখন বিরুষ্কা 

পর্দায় অভিনয় দাপট থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট, এক কথায় বলিউডে রাজত্ব করে বেড়ানো এই অভিনেত্রীর মুকুটে এবার নতুন পালক। বিশ্বে সেরা পাওয়ারফুল ওমেন-এর তালিকায় নাম এলো এবার অনুষ্কার। বলিউড থেকে একা তাঁরই নাম পাওয়া গেল এই তালিকায়। 

আরও পড়ুনঃ শুধু রামায়ণ নয়, 'জানি না আরও অনেক কিছুই', মিমের বিরুদ্ধে মুখ খুলে এ কী বললেন সোনাক্ষী

ফরচুন থেকে প্রস্তুত করা এই তালিকায় নাম উঠে আসার খবর প্রকাশ্যে আসে রবিবারই। খবর প্রকাশ্যে আসামাত্রই তা ছড়িয়ে পড়ে সর্বত্র। শুভেচ্ছাও পেতে থাকেন নায়িকা। অভিনয় থেকে শুরু করে প্রযোজনা, তাঁর তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। ফরচুন ইন্ডিয়ার পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে আসার পরই বিটাউটে জোর জল্পনা। 

আরও পড়ুনঃ এবার এই নায়িকাতেই মজলেন অক্ষয়, শীঘ্রই দেখা মিলবে নতুন জুটির

বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে সময় লাগেনি তাঁর খুব বেশিদিন। একের পর এক ছবির সুযোগ পাওয়া থেকে শুরু করে প্রথমসারির অভিনেতাদের সঙ্গে অভিনয়ের প্রস্তাব, অনুষ্কার ঝুলিতে রয়েছে সবই। একের পর এক বক্স অফিস হিটও দিয়েছে এই নায়িকা। 

 

 

বিয়ের পর বর্তমানে তিনি প্রযোজনার দিকেই কড়া নজর দিয়েছেন। আরও কবে তাঁকে পাওয়া যাবে বড় পর্দায়, তা নিয়েও এখন জল্পনা জোর। এরই মধ্যে উঠে আসা এই নতুন খবরে বিরুষ্কা এখন বেজায় খুশি। এক কথায় বলিউডের সফল নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে