Anushka Sharma New Year Eve: ছবি নয়, ভাইরাল ভামিকার কণ্ঠস্বর, ডেকে উঠল মা বলে, আবেগে ভসলেন অনুষ্কা

মা বলে ডেকে উঠল ভামিকা, আবেগে ভাসলেন অনুষ্কা শর্মা, মুহূর্তে ভাইরাল ভিডিও। 

এক মায়ের কাছে এর থেকে বেশি আর ঠিক কিই বা পাওয়ার থাকে! নববর্ষে কিছু না কিছু উপহার সকলেই আশা করে থাকে, বছরের শেষ দিন ও শুরুর দিনটা ঠিক যদি মনের মত করে কাটানো যায়, তবে সারাটা বছরই বেশ আনন্দের সঙ্গে কাটবেস এমনটাই সকলে মনে করে থাকেন, আর সেই উপহারের ঝুলিতে যদি থাকে সন্তানের মুখ থেকে মা ডাক, তবে বিষয়টা ঠিক কেমন হয়! এক মায়ের কাছে তা হল স্বর্গীয় সুখ, আর এবার ঠক সেভাবেই ২০২১-কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন অনুষ্কা শর্মা। বরাবরই তিনি মেয়ে ভামিকার বিষয় বেশ যত্নশীল, মেয়ের ছবি সামনে আসুক, তাঁর পছন্দ নয়, তবে এবার মেয়ের কণ্ঠস্বর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। 

বর্ষবরণের ঠিক আগের মুহূর্তেই অনুষ্কা শর্মা করলেন পোস্ট, সেখানে ভামিকাকে দেখা না গেলেও শোননা গেল তাঁর স্পষ্ট কণ্ঠস্বর, মা... মা বলে উঠছে সে, স্পষ্টভাষার মাকে আদর জড়িয়ে এই ডাকেই আবেগে ভাসলে অনুষ্কা সহ নেটবাসীরা। মুহূর্তে এই ভিডিও হয়ে উঠল ভাইরাল। অত্যন্ত সতর্কতার সঙ্গে, মেয়ে ভামিকার (Vamika Kohli) পরিচয় গোপন রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং তাঁর বলি অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মাঝে মধ্যে ভামিকার পিছন থেকে ছবি দেখা গেলেও, তাঁর মুখ এখনও জনসমক্ষে আনেননি বিরুষ্কা (Virushka)। 

Latest Videos

 

আরও পড়ুন- Happy New Year 2022 : বর্ষবরণের শুভেচ্ছা মিমির, নতুন বছর শুরু করার নয়া ট্রিকস

আরও পড়ুন- Happy New Year 2022 : 'আর কিছুক্ষণের মধ্যেই মাতাল হয়ে যাব', মেয়ের সঙ্গে চিয়ার্স মুডে

বিরাট জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কী, তা ভামিকা নিজে বোঝার আগে তাঁরা তার কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। তবে, অতি সম্প্রতি দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Photo) হয়েছিল, যেগুলি ভামিকার, বিরাট কোহলির ছবি বলে দাবি করা হয়েচ্ছে। এই দুটি ছবিতেই কিন্তু শিশুকন্যাটির মুখ স্পষ্ট দেখা যায়। এই ঘোর কাটতে না কাটতেই প্রকৃত অর্থে ভামিকার ছবি চলে আসে সামনে। নেট দুনিয়ায় ঝড়ের মত তা হয়ে ওঠে ভাইরাল। এই পোস্ট নজর এড়ালো না নেট দুনিয়ার। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে উঠে এলো অনুষ্কা ও বিরাটের সন্তানের নাম, পোস্ট রিপোস্টে সত্যি ভমিকা ভাইরাল। তবে এই ছবি সইচ্ছেতে প্রকাশ্যে আনা নয়, বরং তা নিতে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছিলেন বিরাট ঘরণী, তবে মেয়ের কণ্ঠস্বর শেয়ার করে নিতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করলেন না তিনি। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী