অবলা জীবদের উপর আর হিংসা নয়! কড়া আইনের দাবি অনুষ্কার

  • অবলা জীবদের সুরক্ষা নিয়ে একাধিক বার মুখ খুলেছেন অনুষ্কা শর্মা
  • এবার পশুদের সুরক্ষা নিয়ে ও পশুদের উপর অত্যাচারে কড়া আইনের দাবিতে সরব তিনি
  • সম্প্রতি এই নিয়ে একটি ক্যাম্পেন শুরু করেছেন অনুষ্কা শর্মা
     
swaralipi dasgupta | Published : Aug 11, 2019 10:54 AM IST

অবলা জীবদের সুরক্ষা নিয়ে একাধিক বার মুখ খুলেছেন অনুষ্কা শর্মা। এবার পশুদের সুরক্ষা নিয়ে ও পশুদের উপর অত্যাচারে কড়া আইনের দাবিতে সরব তিনি। সম্প্রতি এই নিয়ে একটি ক্যাম্পেন শুরু করেছেন অনুষ্কা শর্মা। 

এই ক্যাম্পেনটির নাম হ্যাশট্যাগ জাস্টিসফর অ্যানিমালস। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার মোট ফলোয়ার সংখ্যা ৬০ মিলিয়ন। এরা প্রত্যেকেই এই ক্যাম্পেনে সামিল হয়েছেন। এরা সবাই পশুদের উপর হিংসা ও অত্যাচার রুখতে কড়া আইনের দাবিতে সরব হয়েছেন। 

Latest Videos

আরও পড়ুনঃ দিশার সঙ্গে প্রেম করার ক্ষমতা নেই! হঠাৎ এই মন্তব্য কেন করলেন টাইগার

কিছুদিন আগে লাকি নামে একটি কুকুরকে মুম্বইতে নৃশংস ভাবে পিটিয়ে মেরে ফেলা হয়। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অনুষ্কা। পশু হিংসার বেশ কয়েকটি ঘটনা সামনে এনে অনুষ্কা কড়া আইনের দাবি করেছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, অনুষ্কা বলছেন, লাকি একমাত্র পশু না যে মানুষের বর্বর অত্যাচারের শিকার হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। কুকুরদের উপর নির্মম অত্যাচার করে খুন করে ফেলা হচ্ছে। দেশে পশু হিংসার জন্য যে আইন রয়েছে তা সংশোন করা উচিত অবলাদের সুবিচার দিতে। 

প্রসঙ্গত, এর আগেও পশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকবার পদক্ষেপ করেছেন অনুষ্কা শর্মা। 

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট