মাালাইকার প্রতি কতটা কেয়ারিং অর্জুন, তারই প্রমান মিলল নেটদুনিয়ায়

Published : Apr 03, 2022, 06:24 PM IST
মাালাইকার প্রতি কতটা কেয়ারিং অর্জুন, তারই প্রমান মিলল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

রবিবাসরীয় বিকেলেই সামনে এল মন ভাল করা এক প্রেমের ভিডিও। প্রসঙ্গত, গাড়ি দুর্ঘটনার পর অর্জুন-মালাইকার  ছবি প্রকাশ্যে এনেছেন এক পাপারাতজি। তিনি তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়াা অ্যাকাউন্টে দুটো ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে গাড়ির দরজা খুলে মনের মানুষের নামার জন্য তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অর্জুন কাপুর।

শনিবার বড়সড় গাড়ি গাড়ি দুর্ঘটনার কবলে পরেছিলেন বলিউডের গ্ল্যাামডিভা ও ফ্যাশেনিয়েস্তা মালাইকা অরোরা। নেভি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতেল ভর্তি হওয়ার পর রবিবার সকালে তাঁর বাড়ি ফেরা অভধি প্রতিটি মুহুর্তের খবর ছিল আজকের বিনোদুনিয়ার অন্যতম সেরা টপিক। কিন্তু সকলেই অপেক্ষা করেছিল কখন মালাইকার সঙ্গে তাঁর চর্চিত প্রেমিক অর্জুন কাপুরের সাক্ষাৎ হবে। নেটদুনিয়ায় মালাইকার গাড়ি দুর্ঘটনার বিভিন্ন ছবি শেয়ার করা হলেও মালাইকার সঙ্গে অর্জুন কাপুরকে দেখার অপেক্ষায় অধীর আগ্রহে ছিল এই যুগলের ভক্তবৃন্দ। অবশেষে সব অপেক্ষার অবসান। রবিবাসরীয় বিকেলেই সামনে এল মন ভাল করা এক প্রেমের ভিডিও।

প্রসঙ্গত, এই স্টার কপল বা ইন্ডাস্ট্রির কেও সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি প্রকাশ্যে আনেন নি। এনেছেন এক পাপারাতজি। তিনি তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়াা অ্যাকাউন্টে দুটো ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে গাড়ির দরজা খুলে মনের মানুষের নামার জন্য তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অর্জুন কাপুর। মালাইকার হাসাপাতালে পৌঁছানো বা তাঁকে বাড়ি ফিরিয়ে আনার গোটা বিষয় সমস্ত খুঁটিনাটি আপডেট যখন পাওয়া যাচ্ছিল তখন অনেকেই আঁচ করেছিলেন এই বিপদের সময় তাঁর পাশে নিশ্চই থাকবেন অর্জুন। তারপরই রবিবারের বিকেলে অর্জুন-মালাইকার এই ভিডিও সকলের নজর কারে। আরেকটি ভিডিওতে দেখা যায় মালাইকার বোনকে। স্বামী ও ছেলেকে নিয়ে মালাইকার ঘরের দিকে যান তাাঁরা। 

আসলে রবিবার সকালে যখন মালাইকার সিটি স্ক্যানের রিপোর্টে জানা যায় তিনি এখন সুস্থ, শুধু কয়েকদিন বিশ্রামের প্রয়োজন তারপরই তাঁকে হাসপাাতাল থেকে ছেড়ে  দেওয়া হয়। আর হাসপাতাল থেকে মালাইকাকে বাড়ি নিয়ে নিয়ে আসেন তাঁর সবচেয়ে কাছের মানুষ অর্থাৎ অর্জুন কাপুর ও মাালাইকার বোন অমৃতা অরোরা। অম-তার সঙ্গে অবশ্য তাঁর গোটা পরিবারই ছিল। 

শনিবার পুনেতে একটি ফ্যাশন ইভেন্ট সেরে ফিরছিলেন নায়িকা। সেই ইভেন্টের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছিলেন তিনি। জমকালো সেই ইভেন্ট সেরে ফেরার পথেই যে এমন বিপত্তি ঘটবে তা কী আর কেউ  বুঝেছিল! তবে ভাগ্যের জোরে বড়সড় দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছেন সে কথা বলাই বাহুল্য।  শনিবার খোপলি থানার অ্যাসিসটেন্ট পুলিশ ইন্সপেক্টর হরিশ কেলশেখর জানিয়েছিলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর একটা এফআইআর রেজিস্ট্রেশন করা হবে। তারপর গোটা বিষয়টি তদন্ত করে আসল দুর্ঘটনায় আসল দোষীকে খুঁজে বের করার কাজ শুরু করা হবে। 
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?