Bollywood Covid Case : কাপুর পরিবারেব করোনার থাবা, কোভিড পজিটিভ অর্জুন-অংশুলা-রিয়া ও করণ

Published : Dec 30, 2021, 10:02 AM ISTUpdated : Dec 30, 2021, 04:26 PM IST
Bollywood Covid Case : কাপুর পরিবারেব করোনার থাবা, কোভিড পজিটিভ অর্জুন-অংশুলা-রিয়া ও করণ

সংক্ষিপ্ত

এবার করোনার থাবা বলিডডের কাপুর পরিবারে। বড়দিনে কখনও বন্ধুদের সঙ্গে কখনও আবার পরিবারের সঙ্গে চুটিয়ে পার্টি করেছেন বি-টাউনের সেলেবরা। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার কোভিড পজিটিভ হলেন বলি অভিনেতা অর্জুন কাপুর ও তার বোন অংশুলা কাপুর। তবে এরা দুই ভাই-বোনই শুধু নয়, অনিল কাপুরের বড় মেয়ে রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানিও করোনায় আক্রান্ত হয়েছেন।

কোভিড আতঙ্কে চারিদিকে এখনও যেন  ত্রাহি ত্রাহি রব। করোনা ভাইরাসে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ। আবার এর মধ্যেই বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ডেল্টার চেয়ে দ্রুত হারে। যা নিয়ে ফের আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। করোনা বিধি ভেঙে সারারাত পার্টি করার অভিযোগ এনেছিল বৃহন্মুম্বই পুরসভা করিনা-অমৃতারা। করিনাা কাপুর সহ বি-টাউনের একাধিক তারকার কোভিড পজিটিভ হওয়ার পর করণ জোহরের বাড়ির আড্ডাকেই একপ্রকার কোভিডের আখড়া বলে মনে করেছিলেন। কারণ করণ জহরের সেই ঘরোয়া পার্টিতে উপস্থিত হয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান ,  সীমা খান, মাহিপ কাপুর, শানায়া কাপুর, অমৃতা আরোরা।।

এবার করোনার থাবা বলিডডের কাপুর পরিবারে। বড়দিনে কখনও বন্ধুদের সঙ্গে কখনও আবার পরিবারের সঙ্গে চুটিয়ে পার্টি করেছেন বি-টাউনের সেলেবরা। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার কোভিড পজিটিভ হলেন বলি অভিনেতা অর্জুন কাপুর ও তার বোন অংশুলা কাপুর। তবে এরা দুই ভাই-বোনই শুধু নয়, অনিল কাপুরের বড় মেয়ে রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানিও করোনায় আক্রান্ত হয়েছেন।

 

 

আরও পড়ুন-Sushmita Sen : অনেক বড় শিক্ষা পেয়েছি জীবন থেকে, বিচ্ছেদের পরই আত্মবিশ্বাসী সুস্মিতা

আরও পড়ুন-Milind-Ankita : যৌনমিলনে এখনও অঙ্কিতাকে টেক্কা দিতে পারি, শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিলিন্দ

আরও পড়ুন-Roundup 2021 : মন ভাল করা একগুচ্ছ বাংলা সিনেমা, বর্ষশেষে না দেখলেই মিস করবেন

 

করোনা পরীক্ষা করার পরই রিপোর্ট পজিটিভ আসে অর্জুন কাপুর ও অংশুলা কাপুরের। যদি তারপরেই তারা সেলফ আইসোলেশনে চলে গেছেন। এবং অনিল কাপুরের বড় মেয়ে রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সূত্রের খবর পার্টিতে অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেমিকা মালাইকা আরোরাও ছিলেন। প্রেমিকের কোভিড পজিটিভ হওয়ার পরই করোনা পরীক্ষা করাবেন মালাইকা আরোরা। উল্লেখ্য, ২০২০ সালে সেপ্টেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন অর্জুন কাপুর। এবং তার পর পরই কোভিড রিপোর্ট পজিটিভ হয়েছিল মালাইকার। ইতিমধ্যেই কোভিড পজিটিভ হওয়ার পর অর্জুন কাপুরের বাড়ি স্যানিটাইজ করছে বিএমসি।পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে অর্জুনের অ্যাপার্টমেন্ট।  অনিল কাপুরের বড় মেয়ে রিয়া কাপুর করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ইনস্টা স্টোরিতে শেয়ার করে রিয়া লিখেছেন, হ্যাঁ আমি করোনা পজিটিভ। সমস্ত রকমের সাবধানতা নেওয়া সত্ত্বেও কোভিডে আক্রান্ত। এটাই মহামারীর ধরন। করণ জোহরের বাড়ির আড্ডাকেই কোভিডের আখড়া বলে মনে করলেও বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, পরিচালক করণ জোহরের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এবং তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। করোনাবিধি না মেনে পার্টি চলছিল করণের বাড়িতে এই দাবি উড়িয়ে করণ নিজেও জানিয়েছিলেন, ওই দিন মাত্র ৮ জন উপস্থিত ছিল তার বাড়িতে। সেটা একটা ঘরোয়া আড্ডা ছিল কোনও পার্টি নয়। এবং করোনাবিধি মেনেই সমস্ত আয়োজন করা হয়েছিল। তবে এবার অর্জুন ও অংশুলা-রিয়া-করণের করোনায় আক্রান্ত হওয়ার খবরে ঘুম উড়েছে ভক্তদের।


 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?