নতুন কী ট্যাটু করলেন অর্জুন! দেখে মুগ্ধ হলেন মালাইকা

swaralipi dasgupta |  
Published : Jul 29, 2019, 06:03 PM IST
নতুন কী ট্যাটু করলেন অর্জুন! দেখে মুগ্ধ হলেন মালাইকা

সংক্ষিপ্ত

অর্জুন কাপুর ও মালাইকা অরোরার জীবনে প্রেমের বাতাস বইছে কখনও ছুটি কাটাতে গিয়ে, কখনও আবার রেস্তোরাঁয় গিয়ে প্রায়ই একসঙ্গে ধরা দিচ্ছেন পাপারাৎজিদের ক্যামেরায়  এবারে গায়ে নতুন উল্কি করে খবরে উঠে এলেন অর্জুন। না মালাইকার নাম নিয়ে ট্যাটু নয় সবাই কি আর দীপিকা পাডুকোন যে প্রেমাস্পদের নাম শরীরে স্থায়ী ভাবে খোদাই করবেন

অর্জুন কাপুর ও মালাইকা অরোরার জীবনে প্রেমের বাতাস বইছে। কখনও ছুটি কাটাতে গিয়ে, কখনও আবার রেস্তোরাঁয় গিয়ে প্রায়ই একসঙ্গে ধরা দিচ্ছেন পাপারাৎজিদের ক্যামেরায়। এবারে গায়ে নতুন উল্কি করে খবরে উঠে এলেন অর্জুন। না মালাইকার নাম নিয়ে ট্যাটু নয়। সবাই কি আর দীপিকা পাডুকোন যে প্রেমাস্পদের নাম শরীরে স্থায়ী ভাবে খোদাই করবেন!

অর্জুন এই নতুন ট্যাটুটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। মুম্বইয়ের স্যাভিও ডি সিলভিয়া আর্ট স্টুডিও থেকে তিনি এই ট্যাটুটি করেছেন বলে জানিয়েছেন। সেই ট্যাটু দেখে মুগ্ধ হয়েছেন মালাইকা। তিনিও পোস্টে কমেন্ট করেন, বাহ বাহ বাহ! কী দারুণ। 

 

 

ট্যাটুটি নিয়ে একটি ভিডিও-ও করেন অর্জুন। এই ভিডিওয় ট্যাটুটির কী অর্থ তা-ও বুঝিয়ে দেন। তিনি জানান এটি একটি লাতিন শব্দ। তবে এটি দেখলে সহজে বোঝা যাবে না এর কী অর্থ। তাঁকে গুদল করতে হবে। 

 

 

তবে এটি অর্জুনের প্রথম ট্যাটু নয়। এর আগেও তিনি নিজের মায়ের নামে একটি ট্যাটু করেছিলেন। ২০১২ সালে মোনা শৌরি কাপুরের মৃত্যু হয়। তার পরেই মুক্তি পায় ইশকজাদে। 
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

রাজকুমার পেরিয়াস্বামীর পরিচালনায় আসছে 'D55'! ছবির মুখ্য চরিত্রে কে থাকছে জানেন?
Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই