নতুন কী ট্যাটু করলেন অর্জুন! দেখে মুগ্ধ হলেন মালাইকা

  • অর্জুন কাপুর ও মালাইকা অরোরার জীবনে প্রেমের বাতাস বইছে
  • কখনও ছুটি কাটাতে গিয়ে, কখনও আবার রেস্তোরাঁয় গিয়ে প্রায়ই একসঙ্গে ধরা দিচ্ছেন পাপারাৎজিদের ক্যামেরায়
  •  এবারে গায়ে নতুন উল্কি করে খবরে উঠে এলেন অর্জুন। না মালাইকার নাম নিয়ে ট্যাটু নয়
  • সবাই কি আর দীপিকা পাডুকোন যে প্রেমাস্পদের নাম শরীরে স্থায়ী ভাবে খোদাই করবেন
swaralipi dasgupta | Published : Jul 29, 2019 12:33 PM IST

অর্জুন কাপুর ও মালাইকা অরোরার জীবনে প্রেমের বাতাস বইছে। কখনও ছুটি কাটাতে গিয়ে, কখনও আবার রেস্তোরাঁয় গিয়ে প্রায়ই একসঙ্গে ধরা দিচ্ছেন পাপারাৎজিদের ক্যামেরায়। এবারে গায়ে নতুন উল্কি করে খবরে উঠে এলেন অর্জুন। না মালাইকার নাম নিয়ে ট্যাটু নয়। সবাই কি আর দীপিকা পাডুকোন যে প্রেমাস্পদের নাম শরীরে স্থায়ী ভাবে খোদাই করবেন!

অর্জুন এই নতুন ট্যাটুটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। মুম্বইয়ের স্যাভিও ডি সিলভিয়া আর্ট স্টুডিও থেকে তিনি এই ট্যাটুটি করেছেন বলে জানিয়েছেন। সেই ট্যাটু দেখে মুগ্ধ হয়েছেন মালাইকা। তিনিও পোস্টে কমেন্ট করেন, বাহ বাহ বাহ! কী দারুণ। 

Latest Videos

 

 

ট্যাটুটি নিয়ে একটি ভিডিও-ও করেন অর্জুন। এই ভিডিওয় ট্যাটুটির কী অর্থ তা-ও বুঝিয়ে দেন। তিনি জানান এটি একটি লাতিন শব্দ। তবে এটি দেখলে সহজে বোঝা যাবে না এর কী অর্থ। তাঁকে গুদল করতে হবে। 

 

 

তবে এটি অর্জুনের প্রথম ট্যাটু নয়। এর আগেও তিনি নিজের মায়ের নামে একটি ট্যাটু করেছিলেন। ২০১২ সালে মোনা শৌরি কাপুরের মৃত্যু হয়। তার পরেই মুক্তি পায় ইশকজাদে। 
 

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul