হলিউডে ডিম্পল! প্রথম লুক প্রকাশ্যের পরই ভাইরাল নেট দুনিয়ায়

Published : Jul 29, 2019, 02:45 PM IST
হলিউডে ডিম্পল! প্রথম লুক প্রকাশ্যের পরই ভাইরাল নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

প্রকাশ্যে ডিম্পল কাপাডিয়ার আগামী ছবির খবর নতুন লুকে অনবদ্য ডিম্পল হলিউড সফরে সামিল হলেন ডিম্পল নেট দুনিয়ায় ভাইরাল ছবি

বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়েছেন অনেকেই। তবে প্রিয়ঙ্কা চোপড়ার মতন জাঁকিয়ে বসেননি কেউই। তা বলে হলিউড সফর থেমে থাকেনি। এবার সেই তালিকায় নাম লেখালেন ডিম্পল কাপাডিয়া। সম্প্রতিই তিনি এক ছবির প্রস্তাব গ্রহণ করে পৌঁচ্ছে গিয়েছেন হলিউডে। সেখানেই চলছে তাঁর আগামী ছবির শ্যুটিং।

কণ্ঠরোধ মিনি মাউস-এর! প্রয়াত রুসি টেলর, শোকের ছায়া ডিজনিল্যান্ড-এ

ছবির নাম টেনেট। ক্রিস্টোফার নোলানের পরবর্তী এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। প্রথম থেকেই বলিউডে তাঁর এক ভিন্ন জায়গা ছিল। একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। মাঝে কয়েক বছর খানিকটা বিরতীর পর আবারও পর্দায় ফিরেছিলেন তিনি। কিন্তু কোথাও গিয়ে ফিকে হয়নি তাঁর অভিনয়ের দাপট। এবার তাঁকে ঘিরে নয়া জল্পনা। হলিউডে স্পাই থ্রিলার ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যাবে।

সেই ছবির শ্যুটিং সেট থেকেই কিছু ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। প্রকাশ্যে এল ডিম্পলের প্রথম লুক। সেই ছবি দেখেই দর্শকদের মনে এখন কৌতুহল তুঙ্গে। নেট দুনিয়ায় সেই ছবি ভাইরালও হল রাতারাতি। বলিউডে পর পর ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা দিয়েছে সম্প্রতি। পাতিয়ালা হাউস, দিলচাহতা হে, প্রভ্তি ছবিতে, ববি ছবির মধ্যে দিয়ে যাঁর বলিউড সফর শুরু হয়েছিল, তিনিই এবার পা রাখলেন হলিউডে। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে