
করোনা পরিস্থিতি ক্রমেই চোখ রাঙাচ্ছে, ভয়ানক আকার ধারন করছে বিটাউনের অন্দরমহল। একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের বেগে বাড়ছে করোনা। মহারাষ্ট্রের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে। এমনই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়েও আক্রান্ত হচ্ছেন তারকারা। বিটাউনের একাধিক ছবির শ্যুটিং প্রায় স্থগিত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে।
আরও পড়ুন- কার্তিককে গলায় দড়ি দিতে বাধ্য করবেন না সুশান্তের মত, বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা
সদ্য করোনায় আক্রান্ত হয়েছে সোনু সুদ। এক সময় তিনি রাস্তায় নেমে হাজার হাজার মানুষের সেবা করেছিলেন, সেই সুপারস্টারও রেহাই পাননি করোনা ভাইরাসের কোপ থেকে। এবার আক্রান্ত হলেন অভিনেতা অর্জুন রামপাল। সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই খবর। মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
আমির খান থেকে শুরু করে, আলিয়া ভাট, রণবীর কাপুর, সঞ্জয়লীলা বনশালি, কার্তিক আরিয়ান, একে একে বহু তারকাই আক্রান্ত হয়েছেন করোনাতে। পরিস্থিতি ক্রমেই চোখ রাঙাচ্ছে, এমনই সময় সেলেবরা সোশ্যাল মিডিয়ার পাতায় সতর্ক করছেন সাধারণ মানুষদের। মাস্ক পরা থেকে শুরু করে স্যানিটাইজেশন, সবটাই করছেন তাঁরা। এমন পরিস্থিতিতে সতর্কতাটাই মূল, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে এখন এটাই মূল মন্ত্র।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।