করোনার টিকা নিয়েও প্রয়াত আয়ুষ্মানের 'ড্রিম গার্ল' অভিনেত্রী, শোকের ছায়া বি-টাউনে

Published : Jun 05, 2021, 11:14 AM ISTUpdated : Jun 05, 2021, 11:34 AM IST
করোনার টিকা নিয়েও প্রয়াত আয়ুষ্মানের 'ড্রিম গার্ল' অভিনেত্রী, শোকের ছায়া বি-টাউনে

সংক্ষিপ্ত

 করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত রিঙ্কু সিং নিকুম্ভ ২৫ মে কোভিড পজিটিভ হয়েছিলেন আয়ুষ্মানের ড্রিম গার্ল -এর সহ অভিনেত্রী জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে রিঙ্কুকে আইসিইউ-তে স্থানান্তরিত করার পরই মৃত্যু হয় রিঙ্কুর

ফের ধাক্কা বলিউডে। কোভিড-এর মারণ থাবা কেড়ে নিল আরও এখটি সতেজ প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত আয়ুষ্মান খুরানার ড্রিম গার্ল -এর সহ অভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভ। করোনায় আক্রান্ত হয়েই চলে গেল অকালেই। গত ২৫ মে কোভিড পজিটিভ হয়েছিলেন অভিনেত্রী। জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। এবং হাসপাতালেই মৃত্য হয় বলি নায়িকার।

আরও পড়ুন-চরম 'বেহায়াপনা'য় মজে যশরত', বিবাহিত নুসরতের প্রেমে পড়েই কি নিজেকে 'X-Men' তকমা দিলেন যশ...

গত ৭ মে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন রিঙ্কু। তারপরও করোনা শেষ করল রিঙ্কুকে। রিঙ্কুর বোন জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হওয়ার পর প্রথমে বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন রিঙ্কু। কিন্তু জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। করোনার জেনারেল ওয়ার্ডেই ভর্তি রাখা হয়েছিল। ডাক্তারদের মনে হয়েছিল আইসিইউ-এর প্রয়োজন নেই তার শরীরে। 

 

 

হঠাৎ করেই অভিনেত্রীর শরীরে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়  এবং শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে শুরু করে যে রিঙ্কুকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। আর সেখানেই মৃত্যু হয় অভিনেত্রীর। গুরুতর অসুস্থ হওয়ার আগে পর্যন্ত করোনা রোগীদের সাহায্য করেছিলেন রিঙ্কু। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বি-টাউনে। বড়পর্দা থেকে ছোটপর্দা, একাধিক ধারাবাহিকে দেখা গেছে অভিনেত্রীকে।  সদ্যই হ্যালো চার্লি-তে দেখা গিয়েছিল রিঙ্কুকে।

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে