
ছবির শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে বাঘি থ্রি ছবি। একের পর এক নয়া মোড় নিয়ে পর্দায় হাজির হয়েছে বাঘি সিরিজের তৃতীয় ছবি। প্রথম দুই ছবি এক কথায় বক্স অফিসে হিট। দুই ছবির নায়িকাকে নিয়েই এবার পর্দায় নয়া গল্প ফেঁদেছিলেন পরিচালক আহমেদ খান। সেই ছবি মুক্তি পেয়েছিল হোলির ঠিক আগেই।
আরও পড়ুন-স্বামীর সোহাগে ভাসলেন নুসরত, প্রকাশ্যে এল অন্তরঙ্গ মুহূর্তের ছবি...
মুক্তির প্রথম তিন দিনেই এই ছবি ঘরে তুলেছিল ৫০ কোটি টাকা। তবে হোলিতে পর্দায় একাই ব্যাটিং করেছে এই ছবি। সেভাবে জায়গা করতে পারেনি তাপসী পান্নুর থাপ্পর ছবি। সমালোচকদের মুখে এই ছবি খুব একটা প্রশংসিত না হলেও পরবর্তীতে বক্স অফিসে ভালো ফল করতে থাকে বাঘি থ্রি। অ্যাকশন ভরপুর এই ছবি এক কথায় হোলির বাজারেও ঝড় তোলে।
আরও পড়ুন-উন্মুক্ত বক্ষে শরীরী উষ্ণতায় নেটদুনিয়া কাঁপাচ্ছেন এই বঙ্গতনয়া, ছবিতেই মুগ্ধ নেটিজেনরা...
আরও পড়ুন-উন্মুক্ত বক্ষে শরীরী উষ্ণতায় নেটদুনিয়া কাঁপাচ্ছেন এই বঙ্গতনয়া, ছবিতেই মুগ্ধ নেটিজেনরা...
প্রথম পাঁচ দিনে এই ছবি নিজের ঝুলিতে তুলেছে ৭৬.৬০ কোটি টাকা। ফলে অনুমান করাই যায় যে প্রথম সপ্তাহের শেষে এই ছবি একশো কোটির ক্লাবে নিজের নাম লেখাবে। হোলিতে এই ব্যাপক সাফল্যে বেশ আনন্দিত টাইগার শ্রফ। পরবর্তী ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত তিনি। ছবিতে অনবদ্য অভিনয় করে নজর কেড়েছেন রীতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুর। এখন দেখার টাইগারের দৌর কত কোটির ক্লাবে গিয়ে পৌঁছয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।