হোলিতে বক্স অফিসে কাঁপালেন টাইগার, একশো কোটির পথে বাঘি থ্রি

Published : Mar 11, 2020, 05:42 PM IST
হোলিতে বক্স অফিসে কাঁপালেন টাইগার, একশো কোটির পথে বাঘি থ্রি

সংক্ষিপ্ত

প্রথম সপ্তাহতেই বাজিমাত টাইগারের একশো কোটির ক্লাবে জায়গা করার পথে বাঘি প্রথম থেকেই ছবি ঘিরে দর্শকদের  উত্তেজনা তুঙ্গে হোলিতে বক্স অফিস কাঁপাল বাঘি থ্রি 

ছবির শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে বাঘি থ্রি ছবি। একের পর এক নয়া মোড় নিয়ে পর্দায় হাজির হয়েছে বাঘি সিরিজের তৃতীয় ছবি। প্রথম দুই ছবি এক কথায় বক্স অফিসে হিট। দুই ছবির নায়িকাকে নিয়েই এবার পর্দায় নয়া গল্প ফেঁদেছিলেন পরিচালক আহমেদ খান। সেই ছবি মুক্তি পেয়েছিল হোলির ঠিক আগেই। 

আরও পড়ুন-স্বামীর সোহাগে ভাসলেন নুসরত, প্রকাশ্যে এল অন্তরঙ্গ মুহূর্তের ছবি...

মুক্তির প্রথম তিন দিনেই এই ছবি ঘরে তুলেছিল ৫০ কোটি টাকা। তবে হোলিতে পর্দায় একাই ব্যাটিং করেছে এই ছবি। সেভাবে জায়গা করতে পারেনি তাপসী পান্নুর থাপ্পর ছবি। সমালোচকদের মুখে এই ছবি খুব একটা প্রশংসিত না হলেও পরবর্তীতে বক্স অফিসে ভালো ফল করতে থাকে বাঘি থ্রি। অ্যাকশন ভরপুর এই ছবি এক কথায় হোলির বাজারেও ঝড় তোলে। 

আরও পড়ুন-উন্মুক্ত বক্ষে শরীরী উষ্ণতায় নেটদুনিয়া কাঁপাচ্ছেন এই বঙ্গতনয়া, ছবিতেই মুগ্ধ নেটিজেনরা...

আরও পড়ুন-উন্মুক্ত বক্ষে শরীরী উষ্ণতায় নেটদুনিয়া কাঁপাচ্ছেন এই বঙ্গতনয়া, ছবিতেই মুগ্ধ নেটিজেনরা...

প্রথম পাঁচ দিনে এই ছবি নিজের ঝুলিতে তুলেছে ৭৬.৬০ কোটি টাকা। ফলে অনুমান করাই যায় যে প্রথম সপ্তাহের শেষে এই ছবি একশো কোটির ক্লাবে নিজের নাম লেখাবে। হোলিতে এই ব্যাপক সাফল্যে বেশ আনন্দিত টাইগার শ্রফ। পরবর্তী ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত তিনি। ছবিতে অনবদ্য অভিনয় করে নজর কেড়েছেন রীতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুর। এখন দেখার টাইগারের দৌর কত কোটির ক্লাবে গিয়ে পৌঁছয়। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে