বিশ্ব জুড়ে 'ভারত'-এর জয়, তিনশো কোটির ক্লাবে প্রবেশ করলেন সলমন খান

  • তিনশো কোটির ক্লাবে ভারত
  • ভারত জ্বরে কাবু ভক্তরা
  • ম্যাজিকের মত কাজ করছে সাল্লু-ক্যাট জুটি
  • এখনও সগৌরবে চলছে ভারত

ভারত ছবি ইদে মুক্তির পর থেকেই দেশ জুড়ে তা নজির গড়া সাড়া ফেলেছিল। প্রথম দিনেই সলমন খানের ঝুলিতে এলো মোটের ওপর ৪২ কোটি টাকা। প্রথম উইকএন্ড কাটার আগেই পা রেখে ছিল এই ছবি একশো কোটির ক্লাবে। আসে পাশে দাঁড়াতে পারেনি কোনও ছবিই। 

এবার আরও এক প্রাপ্তি যোগ হল এই ছবির ভাগ্যের। বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছিল এই ছবি। এবার তা তিনশো কোটির ক্লাবে নিজের জায়গা করেনিল। ২০১৯ সালে কেশরী ছবির পর ভারত মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। বিস্তর বক্স অফিস সাফল্য দিয়েছিল কেশরী। তারপর আবারও বক্স অফিসে সাড়া ফেলে দিল ভারত। ছবির প্রমোশন থেকে শুরু করে সলমন খান প্রতি পদক্ষেপেই খুব যত্নের সঙ্গে তৈরি করেছিলেন এই ছবি। যদিও নেটিজেনদের মনে ছবিটি বিশেষ দাগ কাটতে সক্ষম হয়নি। কিন্তু ভাইজানের ভক্তদের নজির গড়া সাড়াতে বেজায় খুশি সলমন খান।

Latest Videos

শুধুই সলমন খান নয়, সলমন ক্যাটরিনা ম্যাজিকেও মজল দর্শক। পর্দায় তাদেরকে একই ফ্রেমে পেয়ে বেশ খুশি দর্শক। তবে এখানেই শেষ নয়, ইতিমধ্যে ৩২৫ কোটি টাকা সংগ্রহ করলেও, এখনও বহাল তবিয়তে চলছে এই ছবি। ৪০০ কোটি টাকার ক্লাবেই পৌঁচ্ছে যেতে পারে এই ছবি, এমনটাও দাবী অনেকের। ফলেই চলতি বছরে এটি সলমন খানের জন্য এক বড় প্রাপ্তি, ইতিমধ্যেই তিনি একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন তার ভক্তদের। 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র