NCB-র তলবে এবার ভারতী-হর্ষ, মাদক চক্রে নাম জড়িয়ে বিপাকে দুই কমেডিয়ান

Published : Nov 21, 2020, 04:29 PM ISTUpdated : Nov 21, 2020, 09:38 PM IST
NCB-র তলবে এবার ভারতী-হর্ষ, মাদক চক্রে নাম জড়িয়ে বিপাকে দুই কমেডিয়ান

সংক্ষিপ্ত

মাদকচক্রে এবার নাম জড়ালো ভারতীর এবার এনসিবি থেকে তলব করা হল এই দম্পতিকে মুহূর্তে খবর ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় সুশান্তের মৃত্যুর পর থেকেই বিপাকে বলিউডের অন্দরমহল

মাদকচক্রে এবার তলব করা হল ভারতী সিংকে। সঙ্গে নাম জড়ালো তাঁর স্বামী হর্ষের। একের পর এক তারকাদের এই তালিকাতে নাম জড়াতে দেখা গিয়েছে গত কয়েকমাসে। মাঝে বেশকিছুদিন সেই রাশ খানিক হালকা হলেও, আবারও তা ঝড় তুলল ভারতী সিংয়ের তলবের ঘটনায়। মাদক চক্রের জেরে এবার এনসিবি থেকে সমন পাঠানো হল তাঁদের। 

 

 

শনিবার দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ইতিমধ্যেই NCB অফিসে পৌঁছে গিয়েছেন ভারতী ও তাঁর স্বামী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ঝড় ওঠে বলিউডের অন্দরমহলে। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে সারা আলি খান, একের পর এক তারকার নাম উঠে এসেছে এই তালিকায়। রিয়া চক্রবর্তীর সঙ্গে গ্রেফতারও করা হয়েছিল ১৮ জনকে। 

এবার সেই তালিকাতে যুক্ত হল দুই নতুন নাম। এই দুই কমিডিয়ান একাধিক রিয়ালিটি শো-এর সঙ্গে যুক্ত। ফিয়ার ফ্যাক্টর থেকে শুরু করে গানের নাচ-গানের রিয়ালিটি শো-এর মঞ্চে সঞ্চালনা করা, প্রভৃতিতেই নজর কেড়েছেন এই দুই স্টার। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?