ভূমি পেদনেকরের প্রেমদিবস, কাদের সঙ্গে সেলিব্রেশন, পোস্ট হতেই আবেগে ভাসল নেট দুনিয়া

Published : Feb 14, 2021, 03:53 PM IST
ভূমি পেদনেকরের প্রেমদিবস, কাদের সঙ্গে সেলিব্রেশন, পোস্ট হতেই আবেগে ভাসল নেট দুনিয়া

সংক্ষিপ্ত

প্রেমদিবসে বিশেষ সেলিব্রেশন  কার সঙ্গে সময় কাটালেন ভূমি  মুহূর্তে ভাইরাল ভূমির পোস্ট  দেখা মাত্রই নেট দুনিয়ায় প্রশংসা 

প্রেম দিবসে কেউ বন্ধু, কেউ আবার মেতেছে স্পেশাল সেলিব্রেশনে। কারুর পাশে বিশেষ কোনও কাছের মানুষ, কেউ আবার পার্টনারকে নিয়েই মজেছেন সকাল থেকে। তবে এই সব লিস্ট থেকে সকলকেই বাদ রাখলেন অভিনেত্রী ভূমি পেদনেকর। প্রেম জীবন নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। তবে বিশেষ দিনে যাঁদের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন তিনি, তা এক কথায় বলতে গেলে সকলের নজর কাড়ল নিমিশেই। না, কোনও নতুন প্রেমে মজে যাওয়া নয়, বরং কিছু সরল মুখে হাসি ফোঁটানো। 

আরও পড়ুন- প্রেমদিবসে লাল রঙে উষ্ণ ছোঁয়া, হট পোজে কড়া টক্করে মিমি-রাইমা

সেলেব মহলের একটি পার্টি বা হলি ডে ট্রিপে, হয়তো একটি শিশুর সারা জীবনের পড়াশুনার খরচ উঠে আসার পক্ষে যথেষ্ট। কিন্তু খরচর সময় সেই ব্যালন্সটাই থাকে না আমাদের সমাজে। ব্যক্তি ও স্থান বিশেষে সেই সমীকরণ যায় পাল্টে। কারুর জোটে না পেট ভরা দুবেলা খাবার, কেউ আবার ফেলে ছড়িয়ে খেয়ে অভস্ত। ভূমি এই প্রেমের দিনে প্রেম ছড়ালেন সেই সকল খুদে শিশুদের মাঝে, যাঁদের কাছে স্পেশাল দিনটার কোনও মূল্যই ছিল না। 

 

 

একটি এনজিও-র সঙ্গে যুক্ত হয়ে ভূমি একশো শিশুর মুখে তুলে দিলেন দারুণ পদের খাবার। পাঙ্খ নামক এই এনজিও- র একশো শিশুর মুখে তুলে দিলেন খাবার। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় করতেই মুহূর্তে ভাইরাল হয়ে উঠল। প্রশংসায় ভরিয়ে দিল ভক্তমহল। আবারও খবরের শিরোনামে উঠে এলেন ভূমি পেদনেকর। 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য