প্রেম দিবসে ভক্তদের শুভেচ্ছা  মুহূর্তে ভাইরাল মিমি- রাইমা  লাল পোশাকে ঝড় নেট দুনিয়ায়  মুহূর্তে নজর কাড়লেন হট বং ডিভা 

স্পেশ্যাল অকেশন মানেই সেলেব মহলের শুভেচ্ছাবার্তার অপেক্ষা। সঙ্গে স্টানিং লুকের ছবিও নজর কেড়ে থাকে ভক্তদের। প্রেমদিবসেও তার ব্যতিক্রম হল না। একের পর এক সেলেবদের পোস্টে ভরতে থাকল সোশ্যাল মিডিয়ার পাতা। মুহূর্তে তা নজর কাড়ল ভক্তমহলের। ভ্যালেন্টাইন্স ডে-তে লাল লুকে ভাইরাল সকলেই। সেই তালিকাতে সর্বাধিক নজর কাড়লেন দুই বং ডিভা। 

আরও পড়ুন- বেবোর জন্য প্রাণপাত করতেন শাহিদ, লাভবার্ড জুটির প্রেমে ভিলেন ছিলেন করিশ্মা, দিয়েছিলেন ভাঙচি

View post on Instagram

রাইমা সেন, সিনে জগতে তাঁর দাপট বর্তমানে সেভাবে চোখে না পড়লেও স্টানিং লুক থেকে শুরু করে হট পোজ, সবেতেই তিনি একশো-তে একশো। সোশ্যাল মিডিয়ার পাতা যেন এক কথায় বলতে গেলে আস্ত এক পোর্ট ফোলিও। যেখানে একের পর এক ছবি পোস্ট করে থাকেন তিনি। ভ্যালেন্টাইন্সডে তে এবার লাল লুকে ধরা দিলেন রাইমা সেন। তাঁর সেই লুক ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। 

View post on Instagram

একইভাবে লাল লুকে ধরা দিলেন মিমি চক্রবর্তী। তাঁর স্টানিং লুকও তাক লাগিয়ে দিল ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও তিনিও এখন লাল লুকে ছবি। যদিও সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কিছুই জানানি মিমি। তবে তাঁর প্রেম জীবন এখন টলিপাড়ার হট নিউজ। সেলেবের প্রেমদিবসের শুভেচ্ছাতেই তাই মেতে ভক্তমহল। নজর কাড়লেন আট থেকে আশির।