Bigg Boss 15 Winner Tejaswi Prakash: করণের সঙ্গে সম্পর্ক না কি অন্য স্ট্র্যাটেজি, কোন ছকে জিতলেন তেজস্বী

মিষ্টি স্বভাব, সবকিছু ঠাণ্ডা মাথায় সামলাতে থাকা যে তেজস্বী কেবল বিশ্বাস ও ভালোবাসায় ভর করে শো-তে টিকে ছিলেন, হঠাৎই ঘটে তার রূপ বদল। একের পর এক এপিসোডে দেখা যায় তার নতুন নতুন স্ট্র্যাটেজি। 

হাজারও অপেক্ষার পর অবশেষে বিগ বস ১৫-র (Bigg Boss 15 Winner) বিজেতার নাম এলো সামনে। একরে পর এক টুইস্টে নানান সময় নানান নাম সামনে উঠে আসতে দেখা যায়। এই পরিস্থিতিতে ঠিক কে হবে সেরার সেরা তা স্পষ্ট না হলেও রবিবার সকাল থেকেই উইকিপিডিয়া (Wikipedia) জুড়ে ছড়িয়ে গিয়েছিল নাম, তবে সেই নামে ছিল না তেজস্বী প্রকাশ (Tejaswi Prakash)। শুরু থেকেই এই সেলেবের দিকে কড়া নজর ছিল সকলের। মিষ্টি স্বভাব, সবকিছু ঠাণ্ডা মাথায় সামলাতে থাকা যে তেজস্বী (Tejaswi Prakash) কেবল বিশ্বাস ও ভালোবাসায় ভর করে শো-তে টিকে ছিলেন, হঠাৎই ঘটে তার রূপ বদল। একের পর এক এপিসোডে দেখা যায় তার নব নব রূপ। কখনও মিষ্টি কথায় পরিস্থিতি সামলানো, কখনও আবার সম্পর্ককে সামনে এনে সবটা বুঝেও চুপ থাকার চেষ্টা। অন্যদিকে তারই সঙ্গে ক্রমেই ভাইরাল হয়ে উঠেছিলেন করণ কুন্দ্রা (Karan Kundra)। 

বর্তমানে একের পর এক সাফল্য তেজস্বীর (Tejaswi Prakash) ঝুলিকে। বিগ বসের (Bigg Boss 15) খেতাব জেতার পাশাপাশি প্রকাশ্যে আসে আরও এক খবর, কালার্সের (Colours TV) জনপ্রিয় ধারাবাহিক নাগিনে এবার মুখ্যভূমিকায় দেখা মিলবে তেজস্বীর ((Tejaswi Prakash))। নাগিন ৬-এর (Nagin 6 Actress) অভিনেত্রীর স্ট্র্যাটেজি যে তাঁকে শেষ জয় পর্যন্ত নিয়ে যাবে, তা প্রথমটায় কোনও দর্শকই বোধ হয় আন্দাজ করতে পারেনি। কারণ সমিতা বা অনন্যান্যদের মত তাঁর উপস্থিতি ছিল না তেমন বোল্ড, তবে সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে ঘরে নিজের দাপট তৈরি করেছিলেন, করণের সঙ্গে ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে নিজেকে পার্ফেক্ট প্রেমিকার তকমা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাতে জয় না আসলেও প্রেমিক যে ঘরে নিয়ে ফিরবে তেজস্বী তা ছিল স্পষ্ট।

Latest Videos

আরও পড়ুন - Big Boss 15 Finale: বিগ বস ১৫-এর ফাইনালের আগেই বিজয়ীর নাম ফাঁস

আরও পড়ুন - Bigg Boss 15: বিগ বস ফাইনালে আবেগঘন সলমন, শেহনাজকে দেখেই চোখের জলে ভাসলেন ভাইজান

আরও পড়ুন -Shweta Tiwari Trolled: 'অন্তর্বাস' বিতর্কের পর বিগ বসের মঞ্চে শ্বেতা, মুহূর্তে ছুঁড়ে দিল ট্রোলাররা কোন প্রশ্ন

 

 

তবে এবার তেমনটাই হল, প্রেমিক করণ কুন্দ্রাকে নিয়েই তিনি বেরলেন বিগ বস থেকে। তবে তেজস্বীর জয়, এক কথায় যেন সকলের কাছে অবিশ্বাস্য, ভক্তদের ভোটের নিরিখেই তিনি এই খেতাব জিতলেন, তবে প্রথম থেকে ধৈর্য ধরে তিলে তিলে জয়ের পথে এগিয়ে কীভাবে শো-এর রাশ হাতে রাখতে হয়, তার উদাহরণ হয়ে থাকলেন তেজস্বী। তবে বর্তমানে গুঞ্জণ তুঙ্গে, করণেের সঙ্গেই না কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তেজস্বী, এখন দেখার, কতদূর এই সম্পর্কের জল গড়ায়।  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী