শরীরে বিন্দুমাত্র লক্ষণ নেই কিরণ কুমারের, মেডিকাল চেকআপে গিয়েই ধরা পড়ল করোনা

Published : May 24, 2020, 01:39 PM IST
শরীরে বিন্দুমাত্র লক্ষণ নেই কিরণ কুমারের, মেডিকাল চেকআপে গিয়েই ধরা পড়ল করোনা

সংক্ষিপ্ত

করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা কিরণ কুমার মেডিকাল চেকআপ করাতে গিয়ে করোনা টেস্ট পজিটিভ আসে তাঁর বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা করোনার তেমন কোনও লক্ষণ তাঁর মধ্যে ছিল না বলেই জানা গিয়েছে

করোনায় আক্রান্ত বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার। মেডিকাল চেকআপ করাতে গিয়ে করোনা ধরা পড়ে তাঁর শরীরে। এই মাসের ১৪ তারিখ হাসপাতালে গিয়েছে ধড়কন ছবির অভিনেতা। মেডিকাল চেকাআপেও এখন করোনা টেস্ট বাধ্যতামূলক। তিনি জানান, তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ ছিল না। করোনায় টেস্ট পজিটিভ আসার পরও কোনও লক্ষণ নেই তাঁর মধ্যে।

৭৪ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন, "আমার মধ্যে কোনও লক্ষণ নেই। এই মাসের ১৪ তারিখ আমি মেডিকাল চেকআপের জন্য গিয়েছিলাম। ওখানে করোনা টেস্ট বাধ্যতামূলক ছিল। স্বাভাবিকভাবে সকলের মত আমারও টেস্ট করানো হয়। আমার রিপোর্ট পজিটিভ আসে। তখনও কোনও লক্ষণ ছিল না শরীরে, এখনও নেই। জ্বর, সর্দি, কাশি কিছুই নেই। একেবারে সুস্থ আছি আমি। বাড়িতেই কোয়ারেন্টাইনড এখন।"

তবে পরিবারের সঙ্গে সম্পূর্ণ দূরত্ব মেনে চলছেন তিনি। আগামী ২৬ কিংবা ২৭ তারিখ আরও একটি টেস্ট হওয়ার কথা রয়েছে। কিরণ কুমারের পরিবারের বাকি সদস্যরা তিনতলায় থাকছেন এবং অভিনেতা রয়েছেন চারতলায়। প্রসঙ্গত, ব্রাদার্স, ববি জাসুস, এলওসি কার্গিল, জানি দুশমন:এক অনোখি কাহানি, কিউ কি ম্যয় ঝুট নহি বোলতা, ইংলিশ বাবু দেশি মেম সহ বহু ছবিতে এবং ধারাবাহিকে অভিনয় করেছেন। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য