লকডাউনে বন্ধ শ্যুটিং। অনিশ্চয়তার মাঝেই দিন কাটছে বিনোদন জগতের। নেই কাজ, নেই আয়ও। বেশ কিছু চ্যানেলে বর্তমানে ভরসা ধারাবাহিতের পুরোনো পর্ব। কবে ফিরবে স্বাভাবিক ছন্দ তাও নিশ্চিত নয়। এমনই সময় ক্রমেই বেড়ে চলেছে ইএমআই ও ঋনের বোঝা, রয়েছে সংসারের খরচ, পাশাপাশি করোনার ভয়। কঠিন পরহিস্থিতির কাছে হার মেনে আত্মহত্যার পথই বেছে নিলেন এবার জনপ্রিয় টেলিভিশন তারকা মনমীত গ্রেওয়াল।
সাব টিভি-র জনপ্রিয় ধারাবাহিক আদদ সে মজবুর-এর বর্তমানে অভিনয় করছিলেন মনমীত। তবে তাঁর মৃত্যুতে যেমন বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া, ঠিক তেমনই এই মৃত্যু ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গেল তাঁর স্ত্রীর কাছে। চোখের সামনে স্বামীর আত্মহত্যার সাক্ষী থাকলেন নিরুপায় স্ত্রী। মনমীত গ্রেওয়ালের বন্ধু মনজিৎ সিং এক সংবাদ মাধযমকে জানিয়েছিলেন, শুক্রবার মনমীতের স্ত্রী যখন রান্না ঘরে ছিলেন, ঠিক তখনই ঘরের দরজা বন্ধ করেছিলেন মনমীত।
আরও পড়ুনঃ লকডাউনেও নেটদুনিয়ায় আগুন ধরালেন কৌশানি, বোল্ড ছবি শেয়ার করে হটকেক অভিনেত্রী
প্রথমে বেশ কিছুটা সময় সব স্বাভাবিক ছিল, এরপর স্ত্রীর সন্দেহ হলে, তিনি দরজা খোলার চেষ্টা করেন, কাতর স্বরে চিৎকার করেন, কিন্তু কেউ সে ডাকে সারা দেননি। এদিন মনজিৎ আরও বলেন, অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, যাঁরা সাহায্য করার বদলে ভিডিও করতেই বেশি ব্যস্ত ছিলেন। হয়তো তাঁর স্ত্রী স্বামীকে বাঁচানোর চেষ্টা করছিলেন, হয়তো তখনও প্রাণ ছিল অভিনেতার মধ্যে। কিন্তু কেউ এগিয়ে আসেননি, কারণ অনেকেরই ধারণা ছিল, তিনি হয়তো করোনাতে আক্রান্ত। শেষে এক পিওন এসে তাঁকে নামিয়ে আনেন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বলিউড। পাশাপাশি আর্থিক পরিস্থিতি নিয়ে ভয় ছড়িয়ে তারকাদের মধ্যেও।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস