বাংলাতেও কি কথা বলতে পারেন জাহ্নবী, 'দাদাগিরি'র মঞ্চে সৌরভের সঙ্গে ছক্কা হাঁকালেন শ্রী কন্যা

জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি' নিয়ে দর্শকদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে। শনি ও রবিবার এলেই ঠিক সময়ে টিভির পর্দায় চোখ থাকে না এমন দর্শকের সংখ্যা প্রায় হাতে গোনা। তার উপর ' দাদাগিরি'  মানেই রয়েছে একের পর এক চমক। 'দাদাগিরি' এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড  হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের  'দাদাগিরি '-তে । সম্প্রতি জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে  বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন শ্রীদেবী কন্যা তথা বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর।

জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি' নিয়ে দর্শকদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে। শনি ও রবিবার এলেই ঠিক সময়ে টিভির পর্দায় চোখ থাকে না এমন দর্শকের সংখ্যা প্রায় হাতে গোনা। তার উপর ' দাদাগিরি'  মানেই রয়েছে একের পর এক চমক। 'দাদাগিরি' এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড  হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের  'দাদাগিরি '-তে । সম্প্রতি জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে  বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন শ্রীদেবী কন্যা তথা বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর। এছাড়াও এদিনের এপিসোডে উপস্থিত থাকবেন বং গাই কিরণ দত্ত, ঝিলম গুপ্তা, সৌম্যজিৎ ঘোষ এবং মালা ঘোষ।

 'দাদাগিরি'র শেষের সময় যত এগিয়ে আসছে ততই যেন চমক বাড়ছে। আগামী ১৫ মে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি'র মঞ্চে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি জি বাংলার পক্ষ থেকে আগামী এপিসোডের নতুন প্রোমো শেয়ার করা হয়েছে , যা নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে।  সেখানেই দেখা গেছে আর মাত্র ৪ দিন পরই 'দাদাগিরি '-তে  হাজির হতে চলেছেন শ্রীদেবী কন্যা তথা বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর। দেখে নিন প্রোমোটি,

Latest Videos

 

 

 জি বাংলার পক্ষ থেকে আগামী এপিসোডের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে সবুজ রঙের শাড়ি পরেই এদিন দাদার মঞ্চ কাঁপাতে আসবেন জাহ্নবী। নিজের ডেবিউ ছবির ঝিংগাত গানের তালে মহারাজের সঙ্গে পা মেলাতেও দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এখানেই শেষ নয়, একের পর এক মজার টুইস্ট অপেক্ষা করছে দর্শকদের জন্য। যেখানে দেখা যাচ্ছে সৌরভ জাহ্নবীকে প্রশ্ন করেছেন শ্রীদেবী কন্যা কী একটুও বাংলা বলতে পারেন? দাদার প্রশ্নের উত্তরে জাহ্নবী বলেন, আমি শুধুমাত্র একটা লাইন বলতে পারি। তাড়াতাড়ি করো। জাহ্নবীর মুখ থেকে এই বাংলা শুনেই সৌরভ খিলখিলিয়ে হেঁসে ওঠেন এবং বলেন, এই লাইনটাই সবাই বলতে পারে।

 

 

সৌরভ জাহ্নবীকে বলেন, এই মঞ্চে একসময় এসেছিলেন জাহ্নবীর বাবা বনি কাপুর ও মা তথা প্রয়াত বলি ডিভা শ্রীদেবী। এবার মেয়ে  এসে পুরো গোলটা পরিপূর্ণ করল।  স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। বি-টাউনের সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেটদুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রী-কন্যা। এবার কী কী ঘটনা ঘটতে চলেছে দাদাগিরি-র এই স্পেশ্যাল এপিসোডে, তা জানতে হলে চোখ রাখতে হবে 'দাদাগিরি '-তে ।

আরও পড়ুন-বুকের ফিতে খুললেই বেরিয়ে আসবে স্তনযুগল, ব্রা ছাড়াই অর্ধনগ্ন শরীরে পারদ চড়ালেন উরফি

আরও পড়ুন-পরপুরুষের কোলে উঠে রাতভর উদ্দাম যৌনতায় মত্ত জাহ্নবী, নিতম্ব আগলে রয়েছে প্রেমিক, কে এই মিস্ট্রি ম্যান?

আরও পড়ুন-' সেক্স হয়ে গেলেই সবটা শেষ নয়, জোর করে বিয়ে না টেকানোই ভাল', বিস্ফোরক মালাইকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury