হোলির শুভেচ্ছায় করোনার সতর্কতা, রঙের উৎসবে না মাতার অনুরোধে বিটাউন

Published : Mar 29, 2021, 01:16 PM IST
হোলির শুভেচ্ছায় করোনার সতর্কতা, রঙের উৎসবে না মাতার অনুরোধে বিটাউন

সংক্ষিপ্ত

করোনার মাঝেই রঙের উৎসব  হোলি শুভেচ্ছায় বলিউড সেলেব  করোনার সতর্কতার কথা মনে করিয়ে দিলেন  মুহূর্তে ভাইরাল পোস্ট 

উৎসবের মরশুমেই চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। হু হু করে বাড়ছে করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন সংক্রমণের গণ্ডি পেরিয়েছে ৫০ হাজার। এই পরিস্থিতিতে ক্রমেই ভয়াবহ ছবি ধরা পড়ছে মহারাষ্ট্রে। তারই মাঝে হাজির রঙের উৎসব। লকডাউন নেই, ফলে দেদার বিকচ্ছে রঙ, রাস্তা থেকে শুরু করে প্রাইভেট পার্টি, রঙে ভিজতে প্রস্তুত প্রায় সকলেই। এমনই সময় আবারও নিজ নিজ ভুমিকায় সরব তারকারা। 

আরও পড়ুন- কাছে নেই রাজ, হোলিতে পুরনো স্মৃতিতে ভাসলেন শুভশ্রী 

 

বলিউড সেলেবদের অনুরোধ, লেটস নট প্লে হোলি। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার করোনার কথা উল্লেখ করেই লিখলেন, এই বছর রঙ না খেলাই শ্রেয়। সেই কথাই মনে করিয়ে দিলেন অক্ষয় কুমার। 

 

 

একই কথা উল্লেখ করে সলমন খানের প্রযোজনা থেকে জানানো হল হোলির শুভেচ্ছা। সেখানে উল্লেখ করে বলা হল, এবার সতর্কতা নিয়ে খেলা নয়। 

 

 

সকলের সুরক্ষার কথা উল্লেখ করেই শুভেচ্ছা শ্রদ্ধা কাপুরের। ভক্তদের জানালেন ভালোবাসা। পাশাপাশি আরও অনেক সেলেবই এবছর হোলিতে কেবল বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?