বলিউডে রাখি উৎসব সেলিব্রেশন,সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল একাধিক পোস্টে

  • সোমবার রাখি উৎসবে সামিল গোটা দেশ
  • ভাই-বোনের বন্ধনের এই বিশেষ দিনে বলিউডে সেলিব্রেশন
  • রাখি উৎসবে মাতলেন তারকারা
  • শেয়ার করলেন একাধিক ছবি

 রাখি উৎসব সেলিব্রেশনে মাতলেন গোটা বলিউড। একের পর এক তারকারা দিনভর সোমবার ভাইয়ের সঙ্গে ছবি করলেন শেয়ার। কেউ আবার শুধুই জানালেন শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় তারকাদের এই পোস্ট ভক্ত মহলে ঝড় তোলে। সোমবার রাখি উৎসব পালনে প্রতিবছরের মত উললাস না থাকলেও ঘরোয়া সেলিব্রেশনে সামিল সকলেই। দেশ জুড়ে এই ভাই বোনের সম্পর্কের পবিত্র দিনে বলিউডের অন্দরমহলের ছবিটা কী...

 

Latest Videos

বর্তমানে পরিবারের পরিস্থিতিত বেজায় কঠিন। কোভিডের কবলে পড়ে ভাই অভিযেক বচ্চন হাসপাতালে। রাখি বাঁধা হল না দিদির। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানাতের ভোলেননি বিগ বি। 

 

প্রয়োজনে ভাইকে সবসময় পাশে পেয়েছি। ভাইয়ের ছবি শেয়ার করে রাখি বন্ধনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান। 

 

দুই ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করে পরিণীতি লিখলেন, ছোটবেলায় যখন তিনি ভাইদের থেকে লম্বা ছিলেন, পুরোনো স্মৃতিতেই ভাসলেন বলিউড ডিভা। 

 

তৈমুরের ছবি শেয়ার করলেন করিনা কাপুর। ইনায়ার সঙ্গে খুঁনসুটির স্মৃতিতেই ভিসজ রাখি বন্ধন উৎসব। 

 

ঋদ্ধিমা কাপুর শেয়ার করলেন রণবীরের সঙ্গে তোলা একটি ছবি। অনেক ভালোবাসা-সহ জানালেন রাখির শুভেচ্ছা। 

 

রাখি সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন ভিকি কৌশলও।

 

 

কৃতি ও নুপুর স্যানন, দুই বন্ধু দুজনের হাতে রাখি বেঁধেই সেলিব্রেশন করলেন এই বিশেষ দিন।  এদিন শিল্পা শেট্টি থেকে শুরু করে অভিষেক বচ্চন অনেকেই রাখির শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছবি। 

Share this article
click me!

Latest Videos

ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
‘TMC তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই শেষ হচ্ছে’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Adhir Ranjan Chowdhury-র
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র