হোলিতে রঙিন বলিউড, বিশেষ বার্তা দিয়ে শুভেচ্ছা তারকাদের

Published : Mar 10, 2020, 01:07 PM ISTUpdated : Mar 10, 2020, 01:37 PM IST
হোলিতে রঙিন বলিউড, বিশেষ বার্তা দিয়ে শুভেচ্ছা তারকাদের

সংক্ষিপ্ত

হোলির মেজাজে রঙিন বলিউড উৎসবে গা ভাসালেন সকল তারকারা সোশ্যাল মিডিয়ার পাতা ভরল শুভেচ্ছা বার্তায় সতর্কতার কথাও মনে করালেন সেলিব্রিটিরা 

দোল উৎসবে সোমবার মেতে উঠেছিল গোটা দেশ। রাত পোহাতে না পোহাতেই হোলি। টানা দুদিন ব্যাপি এই রঙিন উৎসবে গা ভাসিয়েছে আট থেকে আশি। পাড়ার মোড় থেকে শুরু করে রঙিন রাজপথ, কোথাও গিয়ে যেন খানিকটা ভিন্ন স্বাদে ধরা দেয় চেনা শহর। রঙিন হয়ে ওঠে ফোটোফ্রেম। সোশ্যাল মিডিয়ার পাতাও এদুদিন রঙিন। 

আরও পড়ুন-হোলিতে সানি লিওন, রঙের উৎসবে দেখবেন নাকি

আরও পড়ুন-নবজাতক কন্যাকে নিয়ে সপরিবারে শিল্পা, মুহূর্তে ভাইরাল আনন্দমুহূর্তের ছবি

রঙের জোয়ারে গা ভাসালেন সেলিব্রিটিরাও। বলিউডে হোলি সেলিব্রেশন শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই। এবারপ হোলির দিন শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন তারকারা। জ্যাকলিনের বার্তায় উঠে এল পশুপাখিদের সুরক্ষার কথা। তাঁদের রং থেকে দূরে রাখার আবেদনও জানালেন তিনি। 

 

 

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা থেকে শুভেচ্ছা জানানো হয়েছে সকলকে। জিরো ছবির গান তুলে রঙিন দিনে শুভেচ্ছা জানালেন কিং খান। দোলের শুভেচ্ছা জানালেন ভুমি পেডনেকর।

 

 

নিজের ছবির গান শেয়ার করে শুভেচ্ছা বার্তা দিলেন অনুপম খের। 

 

আরাধ্যার সঙ্গে হোলি সেলিব্রেশনের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন ঐশ্বর্য রাই বচ্চনও। 

 

এছাড়াও সোশ্যাল মিডিয়ার পাতায় শুভেচ্ছা জানালেন আরও অনেকে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে