
সুস্মিতা সেনের মেয়ে, আরও এক স্টারকিড এবার প্রস্তু পর্দায় আত্ম প্রকাশ্যের জন্যে। বলিউডে এবার আত্মপ্রকাশ করতে চলেছেন স্টারকিড রেনে। তাঁর লুক মুহূর্তে যে ভাইরাল। সুস্মিতার মেয়ের বয়স মাত্র ২১ বছর। সকডাউনেই নিয়ে নিলেন চুড়ান্ত সিদ্ধান্ত। এবার পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। কোমড় বেঁধে নেমে পড়ছেন শ্যুটিং-এর কাজেও। আনলকেই শুরু করল নিজের ছবি।
সম্প্রতি ছবির কাজ শুরু করেছেন রেনে। নেট দুনিয়ায় ছড়িয়ে এখন সেই বিশ্বসুন্দরীর কন্যার একাধিক ছবি। সেট থেকেই ভাইরাল রেনে। ছবির নাম সুতাবাজি। একসময় সুস্মিতা সেন দত্তক নিয়েছিলেন এই রেনেকে। পড়াশুনা শিখিয়ে তাঁকে এবার বলিউডে প্রতিষ্ঠিত করাটাই তাঁর লক্ষ্য। রেনেও পছন্দ অভিনয়। মায়ের সঙ্গে থাকার কারণে, ছোট থেকেই অভিনয় জগতে ঝুঁকেছেন রেনে। এবার সেই স্বপ্ন পূরমের পথে।
ছবিটি ডিজিটাল প্লাটফর্মেই মুক্তির জন্য অপেক্ষায়। রেনের এই লুক প্রকাশ্যে আসতেই তা ভক্তদের নজর কাড়ে। বলিউডে আরও এক স্টারকিড পেতে চলেছে। বর্তমানে একাধিক স্টারকিডের ভিড় বিটাউনে। তারই মাঝে এবার নাম লেখাতে চলেছেন সুস্মিতা সেনের মেয়ে। এখন দেখার প্রতিযোগিতার মোড়কে নিজেকে কতটা যোগ্যপ্রমাণ করতে পারেন তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।