তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ব্যক্তিগত জীবন বারবারই উঠে আসে শিরোনামে। ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে যৌথ ভাবে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন অভিনেতা। তখনই তাঁরা জানিয়েছিলেন, স্বামী–স্ত্রী হিসেবে নয়, বরং বন্ধু হয়ে আলাদা পথে হাঁটবেন দু’জন। বিচ্ছেদের পরে আমিরের নাম জড়ায় অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। যদিও সে বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু স্বীকার করেননি তিনি। 

কিরণের আগে আমিরের প্রথম স্ত্রী ছিলেন রিনা দত্ত। দীর্ঘ দাম্পত্যের পর সেই সম্পর্কেও ভাঙন ধরে। ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার মাঝেই নতুন করে প্রেমে পড়েন আমির। নিজের ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাটের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেন অভিনেতা। তারপর থেকেই বলিপাড়ায় গুঞ্জন শুরু হয়, নতুন করে সংসার পাততে চলেছেন তিনি। এ বার সেই জল্পনাকে আরও জোরালো করলেন আমির নিজেই। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। 

তিনি বলেন, “গৌরী আর আমি দু’জনেই এই সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি দায়বদ্ধ। আমরা একসঙ্গে রয়েছি। বলা যায়, মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত। তবে আনুষ্ঠানিক দিকগুলো নিয়ে পরে জানাব। আমাদের সম্পর্ক আরও কিছুটা এগোক।” গৌরী স্প্র্যাট বেঙ্গালুরু নিবাসী। তাঁর বয়স ৪৬ বছর। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির খান কিছুদিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা। গৌরীর সঙ্গে বিয়ে হলে সেটাই হবে আমির খানের তৃতীয় বিয়ে। যদিও কয়েক মাস আগেও আমির জানিয়েছিলেন, শুধু একসঙ্গে থাকলেই যথেষ্ট, বিয়ের প্রয়োজন নাও হতে পারে। তবে সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, গৌরীর সঙ্গে সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার দিকেই ধীরে ধীরে এগোচ্ছেন অভিনেতা। বলিউড মহলে তাই এখন একটাই প্রশ্ন—কবে বাজবে আমির–গৌরীর বিয়ের শঙ্খ?