
একের পর এক দুঃসংবাদ ২০২০-র ঝুলিতে। মিলছে না স্বস্তি। গোটা দেশ জুড়ে যেমন নেমে এসেছে করোনার ছায়া, তেমনই বলিউডে একের পর এক তারকার অসুস্থতার খবর চিন্তা বাড়িয়েছে ভক্তদের মনে। ইতিমধ্যেই একাধিক তারকার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে বি-টাউনে। এবার গুরুতর অসুস্থ বলিউড পরিচালক নিশিকান্ত কামাত। যেদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে পাড়ি দেওযার কথা জানিয়েছিলেন সঞ্জয় দত্ত, একই দিনে মিলেছিল পরিচালক নিশিকান্ত কামাতের অসুস্থতার খবরও।
আরও পড়ুনঃ অভিশপ্ত ২০২০-কে যোগ্য জবাব দেবে 'বিগ বস', নয়া প্রোমোয় চ্যালেঞ্জ সলমন-এর
গুরুতর অসুস্থ অবস্থায় গত মঙ্গলবার দৃশ্যম পরিচালক নিশিকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি বেশ কিছুদিন ধরে।মঙ্গলবার স্বাস্থ্যের অবনতি ঘটায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানেই চলছিল পরিচালকের চিকিৎসা। দৃশ্যম ছবি দিয়েই বলিউডে তিনি সাফল্যতা অর্জন করেছিলেন। যদিও এর আগে বেশ কয়েকটি বলিউড ছবি তৈরি করেছলেন তিনি।
দক্ষিণী ছবিতে পরিচালকের কাজ করা শুরু করার পরই পরিচালক নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করেছিলেন। প্রথম দোম্বিভালি ফাস্ট ছবি দিয়েই তাঁর পরিচালনাতে অভিষেক ঘটে। এরপর বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে বেশকয়েকটি ছবির কাজ নিয়ে কথা চলছিল। তারই মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন নিশিকান্ত কামাত। বর্তমানে অবস্থা সংকট জনক বলে হাসপাতাল সূত্রে খবর।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।