রাম নয়, থাকছেন লীলা! ৫০০ কোটির রামায়নে রাম হলেন হৃত্বিক

Published : Aug 23, 2019, 12:30 PM ISTUpdated : Aug 23, 2019, 05:46 PM IST
রাম নয়, থাকছেন লীলা! ৫০০ কোটির রামায়নে রাম হলেন হৃত্বিক

সংক্ষিপ্ত

রামলীলার জুটি থাকছে না রামায়নে বলিউডে তৈরি হচ্ছে রামায়ন ৫০০ কোটি টাকা বাজেটের ছবিকে ঘিরে জল্পনা তুঙ্গে রামের ভুমিকায় থাকছেন হৃত্বিক 

বলিউডে তৈরি হতে চলেছে রামায়ন। সেই খবরই কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। এবার প্রকাশ্যে এল ছবিকে ঘিরে বিস্তারিত তথ্য। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ছবির প্রাথমিক বাজেট। যদিও এবিষয় স্পষ্ট করে কিছুই জানানি ছবির পরিচালক নিতেশ তিওয়ারি। 

বলিউডে বিখ্যাত রামলীলা জুটি এখন বাস্তবেই রাম সীতার ভুমিকায় রয়েছেন। দীপিকা ও রনবীরের সেই প্রেম কথা আজও সকলের মনে দাগ কেটে গেছে। কিন্তু সেই ছবি থেকে লীলা থাকলেও রাম পড়লেন বাদ। বিষয়টা হল, রামায়ন ছবিতে সীতার ভুমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু রামের চরিত্রের জন্য বেছে নেওয়া হল হৃত্বিক রোশনকে। 

ছবির প্রাথমিক বাজেট শুনেও অনেকেরই চক্ষু চরকগাছ। ৫০০ কোটি টাকা বাাজেট ধার্য করা হয়েছে এই জন্য। তবে বিপুল স্টারকাস্টসহ এই ছবিতে অন্যান্য ভুমিকায় থাকছেন কারা তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। ছবির কাজ কবে থেকে শুরু হবে তাও স্থির করা হয়নি এখনও।

আরও পড়ুনঃ আবারও প্রেমে মজলেন স্বরা ভাস্কর! বিখ্যাত ব্যক্তিত্বের পুত্রের সঙ্গে জড়ালো নাম

বর্তমানে নিতেশ তিওয়ারি বেজায় ব্যস্ত তাঁর আগামী ছবি  ছিছোড়ে নিয়ে। সেই ছবিতে মুখ্যভুমিকায় অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর। সম্প্রতি প্রকাশ্যেও এসেছে সেই ছবির ট্রেলার। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?