কাশ্মীর প্রসঙ্গে সরব হলেন তারকারা, প্রতিক্রিয়ায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা

কাশ্মীর প্রসঙ্গে সবর তারকারা

নেট দুনিয়ায় ভরল সেলিব্রিটিদের মন্তব্য 

সোমবার বালিত আর্টিকেল ৩৭০

প্রকৃতই স্বাধীনতা মিলল আজ, জানালেন পরেশ রাওয়াল

সোমবার বাতিল করে দেওয়া হয়েছে ৩৭০ ধারা। বিশেষ মর্যাদা ক্ষুন্ন করে এবার জন্মু-কাশ্মীরকে করা হল কেন্দ্রশাসিত অঞ্চল। ফলেই এদিন সকাল থেকে তোলপার গোটা দেশ। এই প্রস্তাব প্রকাশ্যে আসারপরই নেটদুনিয়ায় নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। যে যাঁর নিজের মতামতও জানাতে শুরু করেন এই বিষয়। সেই তালিকা থেকে বাদ পড়ল না তারকারা। 

এদিন প্রকাশ্যেই কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সভায় এই প্রস্তাব দেন, এবং তাতে শিলমোহর দেন রাষ্ট্রপতি। সোমবার খবর ছড়িয়ে পড়ার পরই অনুপম খের লেখেন- কাশ্মীর সমাধান শুরু হয়েগিয়েছে। 

Latest Videos

 

 

একই সঙ্গে সুর মিলিয়ে দিয়া মির্জাও জানান নিজের মতামত। তিনি লেখেন- শান্তি প্রার্থনা করি, কাশ্মীরের দিকে নজর দেওয়া হক।

 

 

পরিস্থিতির দিকে লক্ষ্য করে জাইরা ওয়াসিম সোশ্যাল মিডিয়ায় জানান যে, এটা পাশ হওয়া প্রয়োজন।

 

 

পরেশ রাওয়ালও কেন্দ্রিয় সরকারের প্রশংসা করে জানান, যে আজ প্রকৃতই স্বাধীনতা অর্জন করল ভারত।

 

 

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |