বড় ধাক্কা সঙ্গীতজগতে, মাত্র ৩৫ বছরে অকালে চলে গেলেন অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য

Published : Sep 12, 2020, 02:09 PM ISTUpdated : Sep 12, 2020, 02:16 PM IST
বড় ধাক্কা সঙ্গীতজগতে, মাত্র ৩৫ বছরে অকালে চলে গেলেন অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য

সংক্ষিপ্ত

প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য পড়োয়াল মৃত্যুকালে আদিত্যর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর  কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন আদিত্য তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে  বি-টাউন সহ সঙ্গীতজগতে

ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য পড়োয়াল। আজ সকালেই প্রয়াত হলেন অনুরাধার ছেলে। মৃত্যুকালে আদিত্যর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। এত ছোট বয়সেই তার অকাল মৃত্যুতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বি-টাউন সহ সঙ্গীতজগতে।

আরও পড়ুন-মাদকচক্রের সবচেয়ে বড় রাঘববোয়ালের নাম ফাঁস করলেন রিয়া, ভয়ে কাঁপছে বলিউড...

গত কয়েকমাস ধরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন আদিত্য। সূত্র থেকে জানা গেছে, কিডনির সমস্যা ছিল তার। এই বয়সেই যে ছেলেকে হারাবেন অনুরাধা তা সকলেরই ভাবনার অতীত। মায়ের মতোনই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন আদিত্য পড়োয়াল। মিউজিক অ্যারেঞ্জ ও প্রযোজনা করতেন আদিত্য। অনুরাধার ছেলে আদিত্যর মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন সঙ্গীত জগতে উজ্জ্বল ব্যক্তিত্ব শঙ্কর মহাদেবন।

 

 

সম্প্রতি প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের জীবন নিয়ে তৈরি হওয়া ছবির গান সাহেব তু- প্রযোজনা করেছেন আদিত্য। তার এই আকস্মিক মৃত্যুতে সকলেই স্তম্ভিত। কেউই তার মৃত্যু মেনে নিতে পারছেন না। মায়ের সঙ্গে গান করারও প্রবল ইচ্ছা ছিল আদিত্যর। কিন্তু সেই ইচ্ছা পূরণ না করেই চিরঘুমের দেশের পাড়ি দিলেন আদিত্য। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?