জাহ্নবী-ঈশানকে নিয়ে গুঞ্জন বি-টাউনে! মেয়ের সম্পর্কে এবার মুখ খুললেন বনি কাপুর

  • প্রথম ছবিতেই জাহ্নবী কাপুর ও  ঈশান খট্টরের রসায়নে মুগ্ধ হয়েছিলে দর্শক
  • ধড়ক ছবি মুক্তি পাওয়ার পর থেকেই তাই বিটাউনে গুঞ্জন শুরু হয়, ঈশান ও জাহ্নবী প্রেম করছেন
  •  যদিও জাহ্নবী বা ঈশান কেউই এই গুঞ্জনের সঙ্গে সহমত হননি কখনওই
     
swaralipi dasgupta | Published : Jul 30, 2019 7:54 AM IST / Updated: Jul 30 2019, 01:33 PM IST

প্রথম ছবিতেই জাহ্নবী কাপুর ও  ঈশান খট্টরের রসায়নে মুগ্ধ হয়েছিলে দর্শক। ধড়ক ছবি মুক্তি পাওয়ার পর থেকেই তাই বিটাউনে গুঞ্জন শুরু হয়, ঈশান ও জাহ্নবী প্রেম করছেন। যদিও জাহ্নবী বা ঈশান কেউই এই গুঞ্জনের সঙ্গে সহমত হননি কখনওই। 

সংবাদমাধ্য়মের সামনে শুধুই নিজেদের  ভাল বন্ধু বলে প্রকাশ করেছেন তিনি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন জাহ্নবীর বাবা বনি কাপুর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম বনির কাছে জাহ্নবী ও ঈশানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তিনি তখন বলেন, জাহ্নবী ও ঈশান একসঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন। আর ওরা নিশ্চয়ই পরস্পরের ভাল বন্ধু। আমি আমার মেয়েকে শ্রদ্ধা করি। ঈশানের সঙ্গে ওর বন্ধুত্বকেও শ্রদ্ধা করি। 

Latest Videos

এমন খবরও বিটাউনে ছড়ায় যে, বনি কাপুর নাকি শাহিদ কাপুরের ভাই ঈশানকে বেশ পছন্দ করেন। তাই ঈশানের বেশ যাতায়াতও রয়েছে জাহ্নবীর বাড়িতে। কিন্তু ঈশান ও জাহ্নবীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ধড়ক ছবি মুক্তির পরে, কোনও দিনই জাহ্নবীর বাড়িতে যাননি ঈশান। তাদের মধ্যে নিখাদ বন্ধুত্ব ছাড়া কিছু নেই। 

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল ডিয়ার কমরেড  ছবির রিমেকে এই জুটিকে নিয়েই আবার কাজ করার কথা ভাবছেন করণ জোহর। কিন্তু সেটি গুজব। তাই ভক্তরা আবার কবে একসঙ্গে এই জুটিকে দেখতে পাবেন তা সময়ই বলতে পারবে। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News