সমুদ্র সৈকতে পুষ্পা লুকে ধরা দিলেন বনি-কৌশানি, ট্রেন্ডিং-এ গা ভাসিয়ে মুহূর্তে ভাইরাল টলি-জুটি

বর্তমানে পুষ্পা ঝড়ে কাবু হয় ফ্রেমবন্দি হলেন বনি ও কৌশানি। সমুদ্র সৈকতে নয়া ট্রেন্ডে গা ভাসিয়ে এবার নজর কাড়লেন টলিপাড়ার এই জুটি। সিভল্লি গানের তালে তালে পুষ্পা স্টাইল নকল করে সকলকে তাক লাগালেন এই জুটি।

নতুন বছরে প্রথম হিট (Box Office Hit), বক্স অফিসে করোনার তৃতীয় (COVID 19) ঢেউকে এক কথায় বুড়ো আঙল দেখিয়ে যেভাবে পুষ্পার (Movie Pushpa)  দাপট ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ভক্ত মনে যেভাবে জয়গা করে নিচ্ছে, তা হল এক কথায় অনবদ্য। দক্ষিণী ছবি (South Movie) মানেই তা থেকে একাধিক বিষয় অতিরিক্ত পাওয়ার স্বপ্ন দেখে থাকে ভক্তমহল (Allu Arjun Fans) । যার মধ্যে অন্যতম হল অ্যাকশন। তবে দক্ষিণী ছবি যে গানের দাপটে ভাইরাল হবে, এর আগে এমনটা খুব একটা দেখা যায়নি। গানে গানে হিট হয়ে ওঠা ছবির তালিকাতে বলিউডের (Bollywood Movie) একাধিক ছবি সেরার সেরা তকমা নিয়ে থাকে, তবে এবার পুষ্পা (Pushpa Movie) নিজেকে সব দিক থেকেই হিট প্রমাণ করল। পর্দায় প্রিয় দক্ষিণী স্টার আলু অর্জুন, পাশাপাশি গল্পের দাপট, সিনেমাটোগ্রাফির অনবদ্য উপস্থাপনা, আর সঙ্গে পার্ফেক্ট সেডে ধরা দিয়েছে এই ছবির গান। স্বামী হোক বা সেরফিলি, প্রতিটা গানই এখন ভক্তমনে ভাইরাল (Viral Song)। 

বর্তমানে পুষ্পা ঝড়ে কাবু হয় ফ্রেমবন্দি হলেন বনি ও কৌশানি। সমুদ্র সৈকতে নয়া ট্রেন্ডে গা ভাসিয়ে এবার নজর কাড়লেন টলিপাড়ার এই জুটি। সিভল্লি গানের তালে তালে পুষ্পা স্টাইল নকল করে সকলকে তাক লাগালেন এই জুটি। সঙ্গে উপস্থিত বন্ধুরাও সামিল ছিল এই তালিকাতে। সোশ্যাল মিডিয়ায় বনি এই পোস্ট করা মাত্রই তাতে চোখ আটকে ভক্তদের। সকলের সঙ্গে সঙ্গে এবার বনি কৌশানির রিলও ভাইরাল। শুধুই কি গান, গানের পাশাপাশি আলু অর্জুনের অনবদ্য ইউনিক নাচের স্টেপ। স্বামী হোক বা আন্তাম ওয়ামা, প্রতিটা নাচের স্টেপে থাকা এক স্পেশ্যাল স্টাইলেই এখন বুঁদ নেট দুনিয়া। ছবির সঙ্গে সঙ্গে ভাইরাল ছবির গানও। আর তাই পুষ্পা জ্বরে কাবু হয়ে আট থেকে আশি, সাধারণ থেকে সেলেব, সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট করতে পিছু পা হচ্ছে না কেউই।

Latest Videos

 

 

ঝড়ের গতীতে ভাাইরাল হওয়া প্রতিটা গানের নেশা থেকে বাদ পড়ছেন না কেউই। হিন্দি ভাষায় হোক বা দক্ষিণী, অনবদ্য মিউজিক কম্পোজিশনেই বোল্ড আউট সিনেদুনিয়ার একাধিক গান। বছরের শুরুতেই দক্ষিণী ছবির এই সাফল্য সামনের বেশ কয়েকটি বড় ছবির জন্য এক বড় স্বপ্নপূরণের মত। একের পর এক রয়েছে পাইপলাইনে, ফলে তা ঘিরে ভক্তদের প্রতি ভরসা বাড়ছে সিনে মহলের। এবার ফেরার পালা প্রেক্ষাগৃহে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari